Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vicky-Katrina: ভিকি ও ক্যাটরিনার বিয়ের খবরে ‘বিরক্ত’ সলমনের বাবা সেলিম খান

বলিউড সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই কোর্ট ম্যারেজ করবেন ভিকি-ক্যাট। এরপর ডিসেম্বরে জয়পুরে বসবে রাজকীয় বিয়ের আসর।

Vicky-Katrina: ভিকি ও ক্যাটরিনার বিয়ের খবরে 'বিরক্ত' সলমনের বাবা সেলিম খান
ভিকি ও ক্যাটরিনার বিয়ের খবরে 'বিরক্ত' সলমনের বাবা সেলিম খান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 10:35 PM

আগামী ৯ ডিসেম্বরেই নাকি হিন্দু রীতি মেনে বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শেষ মুহূর্তে তোড়জোড় চলছে জমিয়ে। তবে তাঁদের বিয়ের খবরে নাকি বেজার বিরক্ত সলমন খানের বাবার সেলিম খান, এমনটাই দাবি, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

সলমন খান ক্যাটরিনার প্রাক্তন। ভিকির সঙ্গে ক্যাটরিনার বিয়ে নিয়ে সেলিম খানের প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করেছিল মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। সেখানেই নাকি পাল্টা সাংবাদিককে সেলিম খান বলেছেন, “কী বলব আমি এই নিয়ে। মিডিয়া শুধু এই নিয়েই কথা বলা যাচ্ছে।” অতএব ভিক্যাটের বিয়ে নিয়ে সেলিম খান যে খুব একটা উৎসাহ প্রকাশ করতে চান না তা যেন পরোক্ষভাবেই বলে দিয়েছেন তিনি।

বলিউড সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই কোর্ট ম্যারেজ করবেন ভিকি-ক্যাট। এরপর ডিসেম্বরে জয়পুরে বসবে রাজকীয় বিয়ের আসর। যদিও বিয়ে বা পারস্পরিক সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা। তবে ইন্ডাস্ট্রির অনেকেই এই সম্পর্কের প্রকাশ্য ইঙ্গিত দিয়েছেন।

রাজস্থানের প্রাচীন মাধোপুর প্রাসাদেই নাকি চার হাত এক হবে তারকা কাপলের। বিয়ের জন্য পোশাক তৈরি করছেন বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এমনটাও জানা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার নাকি রোকাও হয়ে গিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, ডিসেম্বরে মাধোপুরের বিয়ের আয়োজন নিয়ে সাংঘাতিক ব্যস্ত হয়ে পড়েছে ভিকি-ক্যাটরিনার টিম। দু’জনের টিমই এখন প্রাসাদে রেকি করতে গিয়েছে।

শোনা যাচ্ছে, বিবাহস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। রাজস্থানের মাধোপুর প্রাসাদই তাঁদের বিয়ের গন্তব্য স্থান। প্রাচীন প্রাসাদ কীভাবে সাজানো হবে, অতিথিদের কীভাবে রাখা হবে – সবটাই খুঁটিয়ে দেখা হচ্ছে। একটি রিপোর্ট বলছে, ভিকি-ক্যাটরিনা তাঁদের ১০ জনের একটি টিম পাঠিয়েছে সিক্স সেন্স ফোর্ট হোটেলে (হোটেলে রূপান্তরিত হওয়ার পর এটাই এখন প্রাসাদের নাম)। ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিয়ের জন্য বুক করা হয়েছে হোটেল। বিভিন্ন ইভেন্ট কোম্পানিকে একজোট হয়ে কাজ করতে বলা হয়েছে। এক সূত্র জানিয়েছেন, “বিয়েতে থাকছে একাধিক ইভেন্ট। প্রত্যেক ইভেন্টের জন্য আলাদা আলাদা কোম্পানিকে আয়োজন করতে বলা হয়েছে।”