Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Tendulkar: প্রকাশ্যে সারা তেন্ডুলকরের ডিপফেক ভিডিয়ো; টুইটারে নালিশ সচিন-কন্যার

Sara Tendulkar on Deep Fake Video: কেবল সারা নন, একাধিক তারকাদের নিয়ে তৈরি হয় ডিপফেক ভিডিয়ো। মূলত, মহিলারাই এর শিকার। সর্বপ্রথম নজরে এসেছিল দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিয়ো। তারপর ক্যাটরিনা কাইফ, কাজলের ডিপফেক ভিডিয়োও তৈরি করা হয়েছে। রশ্মিকা মন্দানাকে সমবেদনা জানিয়ে ডিপফেক ভিডিয়োর তীব্র নিন্দা করেছিলেন অমিতাভ বচ্চন। আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রীকে।

Sara Tendulkar: প্রকাশ্যে সারা তেন্ডুলকরের ডিপফেক ভিডিয়ো; টুইটারে নালিশ সচিন-কন্যার
সারা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 2:06 PM

এবার ডিপফেক ভিডিয়ো তৈরি হলো সচিন-কন্যা সাড়া তেন্ডুলকরের। বিষয়টি নিয়ে খুবই চিন্তায় আছেন সারা। এক্স (সাবেক টুইটার) তাঁর একাধিক ভুয়ো অ্যাকাউন্ট থেকে তৈরি হয়েছে সারার। এবং সেখানে পোস্ট করা হয়েছে সারার একাধিক ডিপফেক ভিডিয়ো। বিষয়টি নজরে আসার পর হাত-পা গুটিয়ে বসে থাকেননি সারা। নালিশ জানিয়েছেন টুইটারে, যাতে তৎক্ষণাৎ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তাঁর।

তাঁর ডিপফেক ভিডিয়ো অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টেন্ডুলকর-কন্যা। বলেছেন, টুইটারে যে-যে অ্যাকাউন্ট রয়েছে আমার একটাও ভেরিফায়েড নয়, সবকটিই ভুয়া। যে ভিডিয়ো তৈরি হয়েছে আমার, সেগুলি এক্কেবারে মিথ্যে। বাস্তবের থেকে অনেক-অনেক দূরে।

কেবল সারা নন, একাধিক তারকাদের নিয়ে তৈরি হয় ডিপফেক ভিডিয়ো। মূলত, মহিলারাই এর শিকার। সর্বপ্রথম নজরে এসেছিল দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিয়ো। তারপর ক্যাটরিনা কাইফ, কাজলের ডিপফেক ভিডিয়োও তৈরি করা হয়েছে। রশ্মিকা মন্দানাকে সমবেদনা জানিয়ে ডিপফেক ভিডিয়োর তীব্র নিন্দা করেছিলেন অমিতাভ বচ্চন। আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রীকে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে লাইমলাইটে সারা তেন্ডুলকর। মা অঞ্জলির মতো বিদেশ থেকে ডাক্তারি পড়েছেন সারাও। তবে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার তৈরি করতে চান তিনি। হতে চান প্রতিষ্ঠিত অভিনেত্রীও। যে কারণে বিভিন্ন প্রযোজনা সংস্থা এবং পরিচালকদের সঙ্গে দেখা করছেন তিনি।