Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaan Trolling: ব্রাহ্মণ হয়ে মাথায় ফেজ টুপি? ‘কোনও সাফাই দিচ্ছি না’, ট্রোলের জবাব দিলেন শান

Viral Video: ঝড়ের গতিতে ভাইরাল হল শানের পোস্ট। হলেন চরম ট্রোলের শিকারও। তবে এবার আর এড়িয়ে না গিয়ে সরাসরি ট্রোলারদের উত্তর দিলেন শান।  

Shaan Trolling: ব্রাহ্মণ হয়ে মাথায় ফেজ টুপি? 'কোনও সাফাই দিচ্ছি না', ট্রোলের জবাব দিলেন শান
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 11:32 AM

যে কোনও বিশেষ অনুষ্ঠানে সেলেবদের থেকে শুভেচ্ছা পাওয়ার আশা করেন ভক্তরা। তাই কোনও ধর্ম বিশেষে নয়, সকল ভক্তদের কথা মাথায় রেখেই তাই গায়ক শান প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানেই শুভেচ্ছা জানিয়ে থাকেন। তালিকা থেকে বাদ পড়ল না ইদও। মাথায় ফেজ টুপি, নামাজ পড়তে দেখা যায় তাঁকে। আর এতেি এবার মেজাজ হারালেন হিন্দু ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হল শানের পোস্ট। হলেন চরম ট্রোলের শিকারও। তবে এবার আর এড়িয়ে না গিয়ে সরাসরি ট্রোলারদের উত্তর দিলেন শান।

লাইভে এসে বললেন, ”আজ ইদ, আজ অক্ষয়তৃতীয়া, আমি শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলাম। একটি স্ক্রিনশট শেয়ার করি, আমারই এক ভিডিয়ো থেকে। করম কর দে গান, যা তিন বছর আগে শুট হয়েছিল। গানটি খুব ভাল চলেছিলও। সেখানেই একটি লুক ছিল, যেখানে আমার মাথায় ফেজ টুপি ছিল, আমি নামাজ পড়ছিলাম। কারণ গানটি ছিল কাওয়ালি। আজ ব্যাঙ্গালোরে আমায় শো আছে। এখানে এসে আমি পোস্টগুলো দেখলাম। প্রথমে ভাবলাম যে এড়িয়ে যাব। তবে অবাক হলাম যে ধরনের কমেন্ট পড়েছে। কিছুদিন আগে স্বর্ণমন্দিরে গিয়ে মাথার কাপড় ঢেকেও তিনি ছবি দিয়েছিলাম। তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেননি যে কেন তিনি শিখদের মতো আচরণ করছেন? রাম নবমীতে ছবি দিয়েছিলাম, তখনও কিছু কেউ বলেননি। তাহলে এখন কেন? আসলে আমরা বিশেষ অনুষ্ঠানের সময় তেমন পোশাকে ছবি দিয়ে একটি অনুভূতি তৈরি করার চেষ্টা করি। আমি কোনও সাফাই দিচ্ছি না। কেবল এই বিষয়টাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাইছি।”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ”আমার প্রশ্ন এখানে এমন কী আছে, যাতে আমার ধর্ম নষ্ট হতে পারে। মানুষ যেভাবে ভাবেন তাঁদের ভাবনার পরিবর্তন প্রয়োজন। আমাদের মধ্যে যদি এইটুকু সম্মান না থাকে, আমরা এগোব কীভাবে? আমি ব্রাহ্মণ, আমি হিন্দু এর পাশাপাশি আমি ভারতীয়। আমরা জানি কীভাবে প্রতিটা অনুষ্ঠান একসঙ্গে পালন করতে করতে হয়। প্রতিটা ধর্মকে কীভাবে সেলিব্রেট করতে হয়।”

ঝড়ের গতিতে ভাইরাল ভাইরাল হয় তাঁর এই পোস্ট। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই, আমাকে সব উৎসব উদযাপন করতে এবং প্রতিটি ধর্মকে সম্মান করতে শেখানো হয়েছে। আমি এটাই বিশ্বাস করি এবং প্রত্যেক ভারতীয়রও এতে বিশ্বাস করা উচিত। বাকি আপনারা যা ভালো বোঝেন। ভালোবাসুন সম্মান করুন, সংকীর্ণ চিন্তা রাখলে নিজেরই ক্ষতি।’ তাঁর তালিকা থেকে বাদ পড়ল না অক্ষয় তৃতীয়ার পোস্টও।