Sherlyn Chopra: ওঁর স্বামীর মতো আমি পুরো নগ্ন হইনি, তাও দীপিকা আমাকে দেখে ‘লুক’ দিয়েছিল: শর্লিন চোপড়া
Ranveer Singh Photoshoot: শর্লিন বলেছেন, "আমি শুট করেছিলাম যখন আমার শরীর পোকা ছেড়ে দেওয়ার মতো প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। তীব্র ধিক্কার জানাচ্ছি।"
সাহসী পোশাক পরার জন্য বরাবরই ট্রোলের মুখোমুখি হতে হয়েছে শর্লিন চোপড়াকে। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যাঁর নামের সঙ্গে বিশেষণ হিসেবে যুক্ত হয়েছে ‘হট’, ‘লাস্যময়ী’ শব্দগুলো। একবার একটি ম্যাগাজ়িনের জন্য সাহসী হয়েছিলেন বলে তাঁকে কটাক্ষ করেছিল এই সমাজ। সরাসরি চরিত্রহীনার তকমা পেয়েছিলেন শর্লিন। কিছুদিন আগে রণবীর সিং নগ্ন অবস্থায় ফটোশুট করেছেন একটি ম্যাগাজ়িনের জন্য। তারপর থেকে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। কোথাও জুটেছে প্রশংসা, তো কোথাও কটাক্ষ। মহিলাদের ভাবাবেগে আঘাত, আইপিসির নিয়ম নেমে কাজ না করার জন্য তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগও দায়ের হয়েছে। যদিও প্রিয়জন ও কাছের মানুষেরা সকলেই রণবীরকে বাহবা দিয়েছেন। যেমন তাঁর স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্বামীর প্রকাশ্যে নগ্ন হওয়ায় খুশি। অন্যদিকে বাঙালি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, রণবীরের জায়গায় কোনও অভিনেত্রী যদি নগ্ন হতেন, তিনিও কি বাহবাই পেতেন? নাকি ‘স্লাটশেম’ করা হত তাঁকে?
শর্নিল হলেন মিমির সেই প্রশ্নের জলজ্যান্ত নিদর্শন। একদা বোল্ড ফটোশুট করে কম কুকথা শুনতে হয়নি তাঁকে। এমনকী, রণবীরের স্ত্রী দীপিকা, যিনি স্বামীর নগ্ন হওয়া নিয়ে গর্বিত, তিনিও শর্লিনকে ছোট চোখে দেখেছিলেন একটি অনুষ্ঠানে। কারণ শর্লিন সেখানে ছোট পোশাক পরেছিলেন। কিছুটা ক্ষোভের সুরেই অভিনেত্রী বলেছেন, “সেদিন দীপিকার ওভাবে আমার দিকে তাকানো আমার ভাল লাগেনি। আমার শরীরে তো পোশাক ছিল। ওঁর স্বামীর মতো তো আমি নগ্ন হয়ে যাইনি কোনও শুটে।”
ভারতীয় সমাজের এই দু-মুখী দৃষ্টিভঙ্গীকে কড়া ভাষায় নিন্দা করেছেন শর্লিন। তিনি এও বলেছেন, “আমি শুট করেছিলাম যখন আমার শরীর পোকা ছেড়ে দেওয়ার মতো প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। তীব্র ধিক্কার জানাচ্ছি।”