বিদ্যা-রসিকার সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় স্বস্তিকা, কে হবেন সেরা?

এক ঝলকে দেখে নেওয়া যাক বেশ কিছু ক্যাটাগরির মনোনয়নের তালিকা... 

বিদ্যা-রসিকার সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় স্বস্তিকা, কে হবেন সেরা?
স্বস্তিকা-বিদ্যা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 3:49 PM

শুরু হতে চলেছে জোর টক্কর। কে হবের সেরার সেরা? মুকুট উঠবে কার মাথায়? স্বস্তিকা মুখোপাধ্যায় নাকি বিদ্যা বালান। প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন রসিকা দুগলও। শেষ হাসি হাসবেন কে?

প্রতি বারের মতো এ বারেও শুরু হতে চলেছে মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব। প্রায় ১০০টি বিভিন্ন ভাষার ভারতীয় ছবি প্রদর্শিত হতে চলেছে এই অনুষ্ঠানে। ২০২০র অগস্ট থেকে ২০২১-এর জুলাই পর্যন্ত যে সমস্ত ছবি ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে সেই সব ছবি থেকেই বলবে সেরার সেরা বাছাইয়ের কাজ। রয়েছে লুডো-শেরনির হাড্ডাহাড্ডি টক্কর। সেরা অভিনেত্রীর মনোনয়নের তালিকায় দেখতে পাওয়া যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদ্যা বালানের মতো নাম। শেরনি ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বিদ্যা। আর স্বস্তিকা? কোন ছবির জন্য তাঁর মিলল মনোনয়ন?

এক ঝলকে দেখে নেওয়া যাক বেশ কিছু ক্যাটাগরির মনোনয়নের তালিকা…

সেরা ছবির মনোনয়ন

কায়াত্তাম (মালায়ালাম) লুটকেস (হিন্দি) লুডো (হিন্দি) শেরনি (হিন্দি) সূর্যরাই পত্ত্রু (তামিল) তাসের ঘর (বাংলা)

সেরা ইন্ডি ছবি

ফায়ার অন দ্য মাউন্টেনস (হিন্দি) গড অন দ্য ব্যালকনি (অসমীয়া) লায়লা অউর সাত গীত (গজরি, হিন্দি) পিঙ্কি এল্লি (কন্নড়) সেতুথামন (তামিল) স্থলপূরণ (মারাঠি) দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন (মালায়ালাম)

শ্রেষ্ঠ পরিচালক

অজিতপাল সিং (ফায়ার ইন দ্য মাউন্টেন) অক্ষয় ইন্দিকার (স্থলপূরণ) অমিত মাসুরকর (শেরনি) অনুরাগ বসু (লুডো) অরুণ কার্তিক (নাসির) বিশ্বজিৎ বোরা (গড অন দ্য ব্যালকনি) জিও বেবি (দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন) পিথবি কোন্নানুর (পিঙ্কি এল্লি) সনল কুমার শশীধরন (কায়াত্তাম) সুধা কোংরা (সূর্য পত্রু)

শ্রেষ্ঠ অভিনেতা

বেঞ্জামিন দাইমেরি (জোনাকি পড়ুয়া) হরিশ খান্না (গড অন দ্য ব্যালকনি) নিতিন পুথানচেরি (সন্তোষাথিন্তে ওন্নাম রহস্যম) নীল দেশমুখ (স্থলপূরণ) পঙ্কজ ত্রিপাঠি (লুডো) রাজকুমার রাও (লুডো) সূর্য (সুরারি পত্রু)

শ্রেষ্ঠ অভিনেত্রী

কানি কুশ্রুতি (বিরিয়ানি) নিমিশা সাজায়ান ( দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন) স্বস্তিকা মুখোপাধ্যা (তাসের দেশ) রসিকা দুগল (লুটকেস) রিমা কালিঙ্গল (সন্তোষাথিন্তে ওন্নাম রহস্যম) বিদ্যা বালান (শেরনি) বিনম্রতা রাই (ফায়ার ইন দ্য মাউন্টেন)