Shilpa Shetty: ব্যক্তিগত কষ্ট লুকিয়ে রেখে ‘মাহিকে মাঙ্গে হিতে’-র তালে নাচলেন শিল্পা!

Shilpa Shetty: ব্যক্তিগত জীবনে গত কয়েক মাস ধরে ঝড় সামলেছেন শিল্পা। পর্ন কান্ডে স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছিলেন। সদ্য দুই মাস পরে ৫০ হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন তিনি।

Shilpa Shetty: ব্যক্তিগত কষ্ট লুকিয়ে রেখে ‘মাহিকে মাঙ্গে হিতে’-র তালে নাচলেন শিল্পা!
শিল্পা শেট্টি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2021 | 6:32 AM

পরনে ডিজাইনার লেহেঙ্গা। টিপ, কাজলের মানানসই মেকআপ। সোজা তিনি তাকিয়ে ক্যামেরায়। তিনি অর্থাৎ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। এই লুকেই ‘সুপার ডান্সার চ্যাপ্টার ফোর’-এর সাম্প্রতিক পর্বে হাজির ছিলেন শিল্পা। নিজের লুকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘চোখ কখনও শান্ত থাকে না। তারা হাজার কথা বলে এবং লক্ষ গল্পের জন্ম দেয়।’

ব্যক্তিগত জীবনে গত কয়েক মাস ধরে ঝড় সামলেছেন শিল্পা। পর্ন কান্ডে স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছিলেন। সদ্য দুই মাস পরে ৫০ হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন তিনি। পর্ন কান্ডে শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই পারিবারিক বিপর্যয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ রেখেছিলেন। ফের ফ্লোরে ফিরেছেন তিনি। প্রকাশ্যে এ নিয়ে কোনও কথা না বললেও সত্যিই কি তাঁর চোখ অনেক না বলা কথা বলে দিচ্ছে?

‘সুপার ডান্সার চ্যাপ্টার ফোর’-এর মঞ্চ এক কথায় মাতিয়ে রেখেছেন শিল্পা। এ বার সদ্য ভাইরাল হওয়া শ্রীলঙ্কার গান ‘মাহিকে মাঙ্গে হিতে’-র তালে নাচতে দেখা গেল তাঁকে। অপর এক বিচারক গীতা কাপুরের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন নায়িকা। ব্যাকগ্রাউন্ডে এই জনপ্রিয় গান। এমনই একটি ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

১৯ জুলাই, ২০২১। এক লহমায় অনেকটাই বদলে গিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন। পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে সে দিনই রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শিল্পা এই ঘটনায় সরাসরি জড়িত কি না, তার এখনও কোনও প্রমাণ পায়নি পুলিশ।

কয়েকদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের ছবি শেয়ার করেছিলেন শিল্পা। সেখানে কার্ল বার্ড-এর একটি কোটেশন ছিল। যেখানে লেখা ছিল, ‘যদিও কেউ গিয়ে আবার নতুন করে শুরু করতে পারে না। যে কেউ এখন থেকে শুরু করতে পারে এবং একটা নতুন শেষের সূচনা করতে পারে।’ যে পরিচ্ছদ শিল্পা পড়ছিলেন তার নাম ‘নিউ এন্ডিং’। সেখানে ছিল, ‘যে ভুল সিদ্ধান্ত আমরা নিই, যে ভুল জীবনে করি, যে বন্ধুদের কষ্ট দিই, তা আলোচনা আমরা সময় নিয়ে করতে পারি। কিন্তু তার জন্য ধৈর্য্য ধরতে হবে। আমরা অতীত পরিবর্তন করতে পারব না। যতই আলোচনা করি না কেন, সেটা সম্ভব নয়। কিন্তু আমরা নতুনের দিকে এগিয়ে যেতে পারি। ভাল সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুল এড়িয়ে চলতে পারি। যাঁরা আমাদের চারপাশে রয়েছেন, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করতে পারি। অন্তত ভবিষ্যৎ আমি যেমন চাইছি, তেমন তৈরি করতে পারি।’

আরও পড়ুন, Gauri Khan: কালো রঙের কী পানীয় খাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় ট্রোলড গৌরী