AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singer Noble: ফের এক বার বিতর্কে, নোবেলের ফেসবুক পেজ জুড়ে একাধিক নগ্ন মহিলা!

Singer Noble: আরও এক বার বিতর্কে জড়ালেন বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। তাঁর ফেসবুক পেজের স্টোরি খুললেই দেখা যাচ্ছে একের পর এক নগ্ন নারীদেহের ছবি।

Singer Noble: ফের এক বার বিতর্কে, নোবেলের ফেসবুক পেজ জুড়ে একাধিক নগ্ন মহিলা!
গায়ক নোবেল।
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 8:56 PM
Share

আরও এক বার বিতর্কে জড়ালেন বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। তাঁর ফেসবুক পেজের স্টোরি খুললেই দেখা যাচ্ছে একের পর এক নগ্ন নারীদেহের ছবি। যেহেতু অতীতে একাধিক বার নোবেল বিতর্কে জড়িয়েছেন, সে কারণে প্রথমে অনেকেই ধারণা করেন, ছবিগুলি বুঝি নোবেলই দিচ্ছেন। যদিও এ বিষয় বাংলাদেশের সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’কে নিজের বক্তব্য জানিয়েছেন নোবেল। তাঁর দাবি, ফেসবুক প্যাজটি হ্যাক করা হয়েছে তাঁর। তিনি জানান, তাঁর ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগেই হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি। তবে শুধু অশ্লীল ভিডিয়োই নয়, ওই পেজ থেকে এমন সব সাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে, যা সরাসরি ইউজারকে নিয়ে যাচ্ছে জুয়ার সাইটে। যদিও গোটা বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা চালাচ্ছেন নোবেল, এমনটাই জানিয়েছেন তিনি।

কয়েক মাস আগেই বিতর্কে জড়ান নোবেল। বাংলাদেশের এক কলেজের অনুষ্ঠানে গান করতে গিয়েই বিতর্কের সূত্রপাত। নেশাগ্রস্ত হয়ে গান গাইতে ওঠেন। মঞ্চে উঠে শুরু করেন ঝামেলা। আর এর পরেই তাঁকে উদ্দেশ্য করে দর্শকাসন থেকে উড়ে আসে বোতল, চটি। সে সময় আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছিলেন, “স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।” এ নিয়ে সম্পর্কের অবনতিও হয় তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিলের সঙ্গেও। সম্পর্কের অবনতি গড়ায় বিচ্ছেদ অবধিও।