AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram charan Pregnancy: বিয়ের ১০ বছর পর বাবা হলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ, সমাজের ট্যাবুকে কীভাবে ভাঙলেন স্ত্রী উপাসনা?

Ram Charan: বিয়ের পর দম্পতিদের কাছ থেকে সন্তান প্রত্যাশা করার চাপ দীর্ঘদিনের। কবে বাচ্চা হবে? কেন হচ্ছে না? এহেন হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয় দম্পতিদের। এমনটাই যেন প্রথাগত সমাজের নিয়ম। কিন্তু এমনটা কেন হবে?

Ram charan Pregnancy: বিয়ের ১০ বছর পর বাবা হলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ, সমাজের ট্যাবুকে কীভাবে ভাঙলেন স্ত্রী উপাসনা?
রামচরণ ও স্ত্রী উপাসনা
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 12:39 PM
Share

সুখবর ভেসে এল দক্ষিণী সুপারস্টার রামচরণের জীবনে—মঙ্গলবারের (২০.০৬.২৩) সকালে। পৃথিবীতে এল রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলার ছোট্ট রাজকন্যা। হায়দরাবাদের জুবিলি হিলসের এক বেসরকারি হাসপাতালে জন্ম নিল রামচরণ-উপাসনার সন্তান। বিয়ের ১০ বছর পর বাবা-মা হলেন তাঁরা। খুশির বাঁধ ভেঙেছে পরিবারে। বাড়ির খুদে সদস্যকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন রামচরণের বাবা, অভিনেতা চিরঞ্জিবী।

গত সপ্তাহে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করেন রামচরণের স্ত্রী উপাসনা। ক্যাপশনে লেখেন, “বিশেষ একটি খবর আসতে চলেছে।” পরিবারের তরফে ধুমধাম করে আয়োজিত হয় সাধের অনুষ্ঠানও। সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের বেশ কিছু ঝলকও ভাগ করে নেন তিনি। বিয়ের ১০ বছর পর তাঁদের কোল আলো করে এসেছে সন্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপসনাকে বলতে শোনা যায়, “আমি খুব খুশি ও গর্বিত যে, আমরা যে সময়ে চেয়েছি, সেই সময়ই সন্তানধারণ করেছি। সমাজ যখন চেয়েছে, তখন নয়।” বিয়ের ১০ বছর পর নেওয়া এই সিদ্ধান্তের পক্ষে তাঁর যুক্তি, অর্থনৈতিকভাবে স্বচ্ছল হওয়ার পরই তাঁদের মনে হয়েছে এবার নতুন কাউকে পৃথিবীতে আনার সঠিক সময় হয়েছে এবং তাকে তাঁরা ঠিকঠাক লালনপালন করতে পারবেন।

বিয়ের পর দম্পতিদের কাছ থেকে সন্তান প্রত্যাশা করার চাপ দীর্ঘদিনের। কবে বাচ্চা হবে? কেন হচ্ছে না? এহেন হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয় দম্পতিদের। এমনটাই যেন প্রথাগত সমাজের নিয়ম। কিন্তু এমনটা কেন হবে? সমাজের এই ট্যাবুকে ভাঙতে চেয়েছেন সুপারস্টার পত্নী। তাঁর কথায়, “এটা সম্পূর্ণ আমাদের দু’জনের সিদ্ধান্ত ছিল। আমরা স্থির করেছি কখন আমাদের সন্তানকে পৃথিবীতে আনবো। পরিবার বা সামাজিক কোনও চাপের কাছে প্রভাবিত হইনি আমরা।” সব মিলিয়ে চলতি বছরটা রামচরণের জন্য বেশ ভাল। এই বছরই ‘আরআরআর’-এর জন্য তাঁর প্রাপ্তির তালিকায় যোগ হয়েছে অস্কার। এবার অনুভব করলেন বাবা হওয়ার তৃপ্তি। যা ছাপিয়ে যেতে পারে একশো অস্কারের স্বাদকে। দক্ষিণে রাজ করার পাশাপাশি এবার তিনি পা বাড়িয়েছেন হলিউডের দিকেও। খুব শীঘ্রই হলিউডে আত্মপ্রকাশ করবেন রামচরণ।