Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Inside: সানি দেওলকে নিয়ে আমিরের বড় ঘোষণা, রয়েছে পাকিস্তান-যোগ

Bolly Inside: লাল সিং চাড্ডা' বক্সঅফিসে মুখ থুবড়ে পরার থেকেই, নিজেকে খানিক গুটিয়ে ফেলেছেন আমির খান। সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন। অবশেষে কামব্যাক হল তাঁর। জানিয়ে দিলেন, তাঁর প্রযোজনা সংস্থার আগামী প্রজেক্ট। তাতে কে রয়েছেন জানেন?

Bolly Inside: সানি দেওলকে নিয়ে আমিরের বড় ঘোষণা, রয়েছে পাকিস্তান-যোগ
সানি দেওলকে নিয়ে আমিরের বড় ঘোষণা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 1:17 PM

‘লাল সিং চাড্ডা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পরার থেকেই, নিজেকে খানিক গুটিয়ে ফেলেছেন আমির খান। সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন। অবশেষে কামব্যাক হল তাঁর। জানিয়ে দিলেন, তাঁর প্রযোজনা সংস্থার আগামী প্রজেক্ট। তাতে কে রয়েছেন জানেন? সেই অভিনেতা, যিনি এতদিন ফ্লপ হিরোর তকমা নিয়ে কার্যত কর্মহীন হয়ে বসেছিলেন। তবে সম্প্রতি একটি ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আমিরের প্রযোজনা সংস্থা প্রযোজিত আগামী ছবিতে থাকবেন সানি দেওল। সম্প্রতি ‘গদর ২’-এর সাফল্যের পর তিনি এখন সপ্তম স্বর্গে।

এ দিন সকালে আমির খানের প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্ট করা হয়। সেই পোস্টেই লেখা হয়, “আমি ও আমির খান প্রযোজনা সংস্থার তরফে জানাচ্ছি, আমাদের পরবর্তী ছবির হিরো সানি দেওল ছবিটির পরিচালক রাজ কুমার সন্তোষী।” ছবিটির নাম ঠিক হয়েছে ‘লাহোর ১৯৪৭’ । ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে ছবির মধ্যে রয়েছে পাকিস্তানি যোগ। এ ছাড়াও রয়েছে স্বাধীনতার গল্পও। আমিরের কথায়, “ভীষণ গুণী সানি দেওলের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আপনাদের আশীর্বাদ একান্ত ভাবে কামনা করি।” এর আগে ‘গদর ২’-এও পাকিস্তান, দেশভাগ, দেশ স্বাধীন ইত্যাদি নানা প্রসঙ্গ নিয়ে গল্প বলেছিলেন সানি। এবারেও কার্যত সেই একই টপিক। কোথাও কি দেশপ্রেম মূলক ছবির ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়ে যাচ্ছেন সানি দেওল? প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

উল্লেখ্য সানি দেওলের নাম ঘোষণা করলেও এখনও পর্যন্ত হিরোইনের নাম ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে। এমনকি আমির নিজে এই ছবিতে থাকবেন কিনা সে ব্যাপারে কিছুই খোলসা করেননি তিনি। তবে জানা গিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাস থেকে শুরু হবে ছবির শুটিং। আমির নিজে হিট দিতে পারেননি বহু দিন, সানি তাঁর তুরুপের তাস হতে পারেন কিনা এখন সেটাই দেখার।