Sushmita Sen’s Relationship: কোথায় ললিত? প্রাক্তনের সঙ্গেই হাজির সুস্মিতা, দিলেন বিশেষ দায়িত্বও

Bollywood: রহমানকে দিলেন এক বিশেষ দায়িত্বও, যা দেখে নেটিজেনরাও বেশ অবাক। তবে কি ললিতের দাবি নেহাতই ছিল ভুয়ো?

Sushmita Sen's Relationship: কোথায় ললিত? প্রাক্তনের সঙ্গেই হাজির সুস্মিতা, দিলেন বিশেষ দায়িত্বও
প্রাক্তনের সঙ্গেই হাজির সুস্মিতা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2022 | 1:16 PM

এই কিছু দিন আগের ঘটনা। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী আচমকাই পরপর দুটি টুইটে জাহির করেছিলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা। শুধু কি তাই? বেশ কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করে তাঁকে উল্লেখ করেছিলেন ‘বেটার হাফ’ হিসেবেও। এর পর থেকে ট্রোলিং, বিতর্ক আরও কত কী! কিন্তু এ কী? ললিত কোথায়? প্রাক্তন প্রেমিক রহমান শলের সঙ্গেই আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’র বিশেষ প্রিমিয়ারে হাজির হলেন বঙ্গতনয়া। শুধু কি তাই? রহমানকে দিলেন এক বিশেষ দায়িত্বও, যা দেখে নেটিজেনরাও বেশ অবাক। তবে কি ললিতের দাবি নেহাতই ছিল ভুয়ো?

বুধবার তারকাদের জন্য ‘লাল সিং চাড্ডা’র এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন আমির খান ও তাঁর প্রযোজনা সংস্থা। সেখানেই দেখা যায় সুস্মিতাকে। সঙ্গে ছিলেন দুই মেয়ে– রেনে ও আলিশা। আর ছিলেন রহমান। দেখা যায় আগে আগে ঢুকছেন সুস্মিতা। পরনে ডেনিম জাম্পস্যুট আর চোখে চশমায় চিরাচরিত মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে বেশ কিছুক্ষণ পোজও দেন সুস। অন্যদিএক রহমান তখন সামলাচ্ছেন সুস্মিতার দুই মেয়েকে। আলিশা মায়ের দিকে এগিয়েই যাচ্ছিল, কিন্তু পাপারাজ্জির ভিড় থেকে ছোট মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন রহমানই। এক দিকে রেনে অন্যদিকে আলিশার হাত ধরে চলে যান প্রেক্ষাগৃহের দিকে। রহমানের সঙ্গে সুস্মিতার দুই মেয়ের সম্পর্ক যে বেজায় ভাল সে কথা তো আগেই জানিয়েছেন সুস নিজেই। এবার মিলল চাক্ষুষ প্রমাণও।

দেখুন ভিডিয়ো

View this post on Instagram

A post shared by Gossip Girl?? (@bolly_newzz)

গত বছরের শেষেই রহমানের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন সুস্মিতা। এর পরেই গত জুলাই মাসে প্রকাশ্যে আসে ললিত-কাণ্ড। যদিও কিছু দিন আগেই সুস্মিতার মায়ের জন্মদিনে ললিত নয়, দেখা গিয়েছিল রহমানকেই। এর পরেই প্রিমিয়ারেও তাঁরা একসঙ্গে। সুতরাং প্রশ্ন উঠছে, তবে কি সম্পর্ক আবার জোড়া লেগেছে? ললিত মোদীর সঙ্গে প্রেম কি শুধুই প্রাক্তন চেয়ারম্যানের স্বঘোষিত দাবি? ললিতের সঙ্গে প্রেম আছে কি নেই, তা নিয়ে সুস্মিতা সরাসরি মুখ খোলেননি এখনও পর্যন্ত।

তবে ললিতের ওই টুইটের পর থেকেই তাঁকে প্রচন্ডই ট্রোল্ড হতে হয়। তাঁর হাতের হিরের আংটি দেখে অনেকেই ধারণা করেন তা বোধহয় ললিতের উপহার। শুরু হয় বিতর্ক। এ প্রসঙ্গে নীরবতা ভেঙে একটি পোস্ট করেছিলেন সুস্মিতা। লিখেছিলেন, “… সকলেই তাঁদের দুর্দান্ত মতামত এবং আমার জীবন ও চরিত্র সম্পর্কে গভীর জ্ঞান ভাগ করে নিচ্ছেন… ‘গোল্ড ডিগার’-কে সর্বদা নগদীকরণ করছেন!!! আহ কী প্রতিভা!!! আমি সোনার চেয়ে গভীরে খনন করি…এবং আমি সবসময় (বিখ্যাত) হীরা পছন্দ করি!! আর হ্যাঁ আমি এখনও সেগুলি নিজেই কিনতে পারি !!! আমি আমার শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ের সমর্থন এবং প্রিয়জনদের প্রসারিত করতে চাই। অনুগ্রহ করে জেনে রাখুন, আপনার সুশ একেবারে ঠিক আছে..”।

বরাবরই ছক ভেঙেই এসেছেন সুস্মিতা। বহু মেয়ের কাছে তিনি অনুপ্রেরণা। তিনি যেন ফিনিক্স, দগ্ধ হন, হন সমালোচিতও। কিন্তু আবারও আগুন ফুঁড়ে বেরিয়ে আসেন, বাঁচেন নিজের মতো করেই।