Bangladesh News: মিথিলার প্রাক্তন শ্বশুরবাড়িতে বড় বিপর্যয়, হঠাৎই প্রয়াত কাছের মানুষ
Bangladesh News:বাংলাদেশি গায়ক-অভিনেতা তাহসানের পরিবারে বড় বিপর্যয়। হারালেন কাছের মানুষকে।
বাংলাদেশি গায়ক-অভিনেতা তথা রফিয়াৎ রশিদ মিথিলার প্রাক্তন স্বামী তাহসানের পরিবারে বড় বিপর্যয়। হারালেন কাছের মানুষকে। প্রয়াত হলেন তাহসানের বাবা সানাউর রহমান। বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছু ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন ঢাকার হাসপাতালেও। কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পরেই ঘটে গেল অঘটন। বুধবার ইফতারের পরেই আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। এ প্রসঙ্গে প্রথম আলোকে তাহসান খান বলেন, “অনেক দিন পর বাবার শারীরিক যে সমস্যা ছিল, সেটার উন্নতি হচ্ছিল। বাবা ভালো হয়ে উঠছিলেন। আশা নিয়ে বাবাকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। হঠাৎ ইফতারের পরে তিনি অসুস্থ অনুভব করেন। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই বাবা নিথর হয়ে পড়েন। পরে হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক জানান পথেই বাবা মারা গিয়েছেন।”
শুক্রবার তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর বড় ভাই বিদেশে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বাস। তিনি দেশে ফিরে আসার পরেই দুইজনে মিলে শেষকৃত্য সম্পন্ন করবেন বলে জানান তাহসান। তাহসানের এই দুঃসময়ে তাঁর পাশে তাঁর সহকর্মীরা। এই কঠিন সময়ে তিনি যেন দুরত কাটিয়ে উঠতে পারেন, এমনটাই চেয়েছেন সকলেই। তাহসান খান বাংলাদেশের জনপ্রিয় মানুষ। বহু সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন। মিথিলার প্রাক্তন স্বামী তিনি। এই মুহূর্তে মিথিলা সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হলেও তাহসান ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ক বেশ ভাল তাঁর। মিথিলা ও তাহসানের এক মেয়ে রয়েছে। তার নাম আইরা।