Tanjin Tisha: ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে তানজিন তিশা, কেন এমন পরিণতি নায়িকার?
Tanjin Tisha: আত্মহত্যা করতে চাওয়ার অভিযোগ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিনেত্রী নাকি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। এর ফলেই ঘটে যায় অঘটন। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানজিন। আর এর পরেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।
আত্মহত্যা করতে চাওয়ার অভিযোগ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিনেত্রী নাকি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। এর ফলেই ঘটে যায় অঘটন। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানজিন। আর এর পরেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। কেন হঠাৎ করে এতগুলো ঘুমের ওষুধ খেতে গেলেন তিনি? তবে কি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন ওই অভিনেত্রী? এ নিয়ে যখন রটছে একের পর এক জল্পনা, তখন তা নিয়ে মুখ খুললেন তিশা নিজেই। লাইভে এসে তিনি জানান, বছর দু’য়েক আগেই বাবা-যে হারিয়েছেন তিনি। তাঁর দাবি, এমনিতে তিনি শক্ত মানুষ। কিন্তু বুধবার আচমকাই ঘটে যায় তাঁর সঙ্গে এক ঘটনা। তিনি জানান, ফেসবুক হ্যাক করা হয় তাঁর। সে কারণেই শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েন তিশা। বেশ কিছু কড়া ঘুমের ওষুধও খেয়ে নেন তিনি। তবে নায়িকার দাবি, কোনও অঘটনা ঘটাতে নয়, বরং ঘুমোনোর জন্যই তিনি ওষুধ খেয়ে নেন। কিন্তু চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ না হওয়ায়, তা বেশি হয়ে যায় বলে জানান তিনি। তাঁর কথায়, “বমি শুরু হয়। শরীর খারাপ হয়ে যায়। বেশি খেয়ে নিয়েছিলাম। এর মধ্যেই গুজন রটে। না, আমি আত্মহত্যার চেষ্টা করিনি। আমি সুস্থ আছি।”
ঘুমের ওষুধ খাওয়ার ঘটনা সামনে আসতেই চিন্তায় পড়ে যান তাঁর ভক্তরা। তবে তিনি সুস্থ আছেন, ভাল আছেন, এই খবরেই আপাতত নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা। বাংলাদেশের অতি পরিচিত মুখে তানজিন। ২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে তিনি কেরিয়ার শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী।
View this post on Instagram