AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fakira Band: নতুন ভাবে নতুন অ্যালবাম নিয়ে আসছে ফকিরা

Fakira Band: প্রথম অ্যালবাম থেকেই তাঁরা শ্রোতাদের নতুন কিছু দেওয়ার কথাই ভেবেছেন। প্রথমবার শ্রোতারা বাংলা কাওয়ালি শুনেছিলেন তাঁদের থেকেই ইতরপনায়।

Fakira Band: নতুন ভাবে নতুন অ্যালবাম নিয়ে আসছে ফকিরা
নতুন অ্যালবামে কী নতুনত্ব নিয়ে আসছে ফকিরা ব্যান্ড?
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 4:37 PM
Share

ফকিরা ফিরছে নতুন অ্যালবাম ‘হরে কৃষ্ণ’ নিয়ে। ফকিরার প্রথম অ্যালবাম ‘ইতরপনা’। যদিও নতুন অ্যালবাম শুট হয়েছে বছর তিনেক আগে ২০১৯ সালে। কিন্তু কোভিডের কারণে সেই অ্যালবাম শ্রোতাদের কাছে পৌঁছোয়নি। এবার পুজোকে ব্যান্ড বেছে নিয়েছে তাদের ৮টি গান নিয়ে তৈরি এই অ্যালবামকে শ্রোতাদের কাছে নিয়ে আসার জন্য। মাঝে ফকিরার গায়ক তিমির বিশ্বাস সিঙ্গলস করে গিয়েছেন। গত পুজোতেই তাঁর ‘নদী ভরা গান’ সিঙ্গলটি মুক্তি পেয়েছে। যেখানে ভবা পাগলার গানের সঙ্গে ইপিআর আইয়ারের ব়্যাপ মিলে মিশে একাকার হয়েছে। সিঙ্গলসে তাঁরা রতন কাহার কে শ্রদ্ধা জানিয়ে ওঁর গান ‘বড়লোকের বিটি লো’ এর পরিবেশনা করেছেন। লোকগীতিকে আধুনিকভাবে শ্রোতাদের কাছে পৌঁছোনোর জন্যই ২০১১ সালে তিমিরের করা একটি অনুষ্ঠান থেকেই শুরু ফকিরার নতুন পথচলা।

প্রথম অ্যালবাম থেকেই তাঁরা শ্রোতাদের নতুন কিছু দেওয়ার কথাই ভেবেছেন। প্রথমবার শ্রোতারা বাংলা কাওয়ালি শুনেছিলেন তাঁদের থেকেই ইতরপনায়। এবার হরে কৃষ্ণ গানেও থাকছে নতুনত্ব। একটা নয়, তিনটে গানকে একসঙ্গে করে গাওয়া হচ্ছে গানটি। ‘হরে কৃষ্ণ’ মন্ত্রটি শ্রীচৈতন্য মুখনিঃসৃত বাণী, ‘এখনো সে বৃন্দাবনে’ গানটি ভবা পাগলার রচনা এবং ‘হরি হরায়ে নম কৃষ্ণ’ পদটি নরোত্তম দাস ঠাকুরের রচনা- এই তিনটি পদ একত্রিত করে ফকিরা তৈরি করেছে মূল ‘হরে কৃষ্ণ’ গানটি।

আটটি লোকগান নিয়ে এই অ্যালবাম, যার মধ্যে কিছু গান অবশ্যই শুনেছেন শ্রোতারা, আবার কিছু গান শোনা যায় না বললেই চলে। লোকগানের যুগোপযোগী অলংকরণ এবং তার সঠিক বিন্যাস দিয়ে ফকিরা গানগুলো তৈরি করে, যা তাদের সবার থেকে আলাদা করে। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ ও বিদেশেও ফকিরার গান পছন্দ করেন শ্রোতারা। বাংলাদেশ, আমেরিকা এবং সারা ভারতবর্ষ জুড়ে ফকিরা অনুষ্ঠান করে। বিভিন্ন কারণে দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত করতে কিছু বছর সময় লাগলেও একেবারে অন্যভাবে আসছে ফকিরা। অ্যালবামটি মিউজিক ভিডিয়ো এবং ওয়েবসাইট দুই জায়গাতেই একসঙ্গে প্রকাশ করতে চলেছে ব্যান্ড। এই বছর পুজোর আগেই আগামী ১৬ সেপ্টেম্বরে মু্ক্তি পাবে ‘হরে কৃষ্ণ’।

অ্যালবাম ‘হরে কৃষ্ণ’ রেকর্ড হয়েছে মুম্বইয়ের যশরাজ ফিল্মস স্টুডিয়োতে। গানের মিশ্রণের কাজও হয়েছে মুম্বইতেই। নতুন শ্রবণ প্রযুক্তি ডলবি অ্যাটমোস ব্যবহার করা হয়েছে এই অ্যালবামে। এর মিউজিক ভিডিয়োটি তৈরি করা হচ্ছে অন্যভাবে। সম্পূর্ণ আটটি গান নিয়ে তৈরি হবে ভিডিয়ো। তিমিরের কথায়, “দ্বিতীয় অ্যালবামের কাজ করতে করতেই আমাদের মাথায় আসে একসঙ্গে আটটি গানকে একটা ভিডিয়োতে রাখার কথা। কেমন হবে এটা তা ভিডিয়োও সামনে এলেই বুঝতে পারবেন শ্রোতারা। আমরা ভারতের অন্যতম সেরা স্টুডিয়োতে রেকর্ড করেছি তার কারণ অবশ্যই শ্রোতাদের ভাল অডিয়ো শোনাতে চাই, সঙ্গে নিজেদেরও যাচাই করে নেওয়া”। তিমির আরও জানিয়েছেন সাউন্ড ইঞ্জিনিয়র বিজয় দয়াল তাঁদের অ্যালবাম রেকর্ড করেছেন। তাঁর কাছ থেকে অনেক শিখেছেন তাঁরা তাও জানিয়েছেন।