AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sulochana Latkar: প্রয়াত অমিতাভ-বিনোদের পর্দার মা, শোকের ছায়া ইন্ডাস্ট্রি জুড়ে

Sulochana Latkar:বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের পর্দার মা সুলোচনা লাটকর। রবিবার মুম্বইয়ে দাদারের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের তরফে সংবাদমাধ্যমে এক বিবৃতি দেওয়া হয়।

Sulochana Latkar: প্রয়াত অমিতাভ-বিনোদের পর্দার মা, শোকের ছায়া ইন্ডাস্ট্রি জুড়ে
প্রয়াত অমিতাভ-বিনোদের পর্দার মা
| Edited By: | Updated on: Jun 04, 2023 | 9:35 PM
Share

বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের পর্দার মা সুলোচনা লাটকর। রবিবার মুম্বইয়ে দাদারের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের তরফে সংবাদমাধ্যমে এক বিবৃতি দেওয়া হয়।

তাতে লেখা হয়, “শ্রীমতী সুলোচনা লাটকর দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।” পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার শিবাজি পার্ক অঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে এই কিংবদন্তী অভিনেতার। প্রায় ২৫০টিরও বেশি হিন্দি ছবি ও বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। ১৯৪০ আআলে মরাঠি ছবির মধ্যে দিয়েই কেরিয়ার শুরু করেন তিনি। কিন্তু অল্প সময়ের মধ্যেই বলিউডে ব্রেক পেতে দেরি হয়নি তাঁর। শাম্মি কাপুরের ‘দিল দেখে দেখো’, দিলীপ কুমারের ‘আদমি’ ও দেব আনন্দের ‘জনি মেরা নাম’-এ মায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। হয়েছেন বিনোদ খান্না, অমিতাভ বচ্চন ও জ্যাকি শ্রফের অনস্ক্রিন মা-ও।

‘যব প্যায়ার কিসিসে হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘দুনিয়া’, ‘আমির গরীব’সহ বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন রাজেশ খান্নার ছবিতেও। এর মধ্যে রয়েছে, ‘বাহারো কে স্বপ্নে’, ‘কাটি পাতাঙ্গ’, ‘মেরে জীবন সাথি’, ‘প্রেম নগর’ সহ বেশ কিছু ছবি। জীবনকালে পেয়েছেন বহু সম্মান, বহু পুরস্কার। ১৯৯৯ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এখানেই শেষ নয়, পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও। তাঁকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। অভিভাবককে হারিয়ে চোখের জল মুছছেন সকলেই।