Vijay Deverakonda: বিজয় দেবেরাকোন্ডা মুম্বইতে ‘লাইগার’ ট্রেলার লঞ্চে এলেন চপ্পল পরে! তা দেখে কী বললেন রণবীর?
Vijay Deverakonda: মুম্বইতে ‘লাইগার’ ছবির হিন্দি ট্রেলার লঞ্চের আগে বিজয় তেলুগু ট্রেলার লঞ্চের জন্য অনন্যা পান্ডের সঙ্গে হায়দ্রাবাদে ছিলেন। মুম্বইতেও আসেন তাঁর নায়িকা অনন্যার সঙ্গে।
প্রায় ১০০ কোটি টাকার ছবি ‘লাইগার’। ছবির নায়ক বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। স্টাইলিস দক্ষিণের তারকা বিজয় এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান মুম্বইতে। বিজয় এলেন। দর্শক সংবাদ মাধ্যম দেখল ১০০ কোটির ছবির তারকার পায়ে হাওয়াই চপ্পল! যার দাম ১৯৯ টাকা। জানিয়েছেন বিজয়ের স্টাইলিস্ট হরমন কৌর। শুধু চপ্পল নয়, বিজয় খুব সাধারণ পোশাক পরে এসেছিলেন অনুষ্ঠানে। যা দেখে বিশেষ অতিথি রণবীর সিংও মন্তব্য থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। তিনি বলে ওঠেন, “ভাই কা স্টাইল দেখো, অ্যায়সে লগ রাহা হ্যায় ইয়ে মেরে ট্রেলার লঞ্চ পে আয়া হ্যায়, ইয়া ম্যায়ঁ ইনকে ট্রেলার লঞ্চ পে আয়া হু (ভাইয়ের স্টাইল দেখে মনে হচ্ছে, তিনি আমার ট্রেলার লঞ্চে এসেছেন। নয়তো আমি তাঁর ট্রেলার লঞ্চে এসেছি”। বিজয়ের এই লুকে সঙ্গে জন আব্রাহামের তুলনা করা হয়েছে। কারণ তিনিও অনেক অনুষ্ঠানে এমন চপ্পল পরে যান।
কিন্তু হঠাৎ এমন পোশাকে নিজের প্রথম বলিউড ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কেন এলেন বিজয়? স্টাইলিস্ট হরমন বিজয়ের ছবির প্রচার সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে অনেক ব্র্যান্ড এবং ডিজাইনার বিজয়ের পোশাক পরার জন্য তাঁর সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেছিলেন। কিন্তু ঠিক কী করতে চান তা আগে থেকেই ভেবে রেখেছিলেন। “বিজয় একদিন আমাকে ডেকে বলেছিল যে চলো সিনেমার চরিত্রের সবচেয়ে কাছাকাছি থাকা এবং খুব কম লুক রাখা যায় এমন কিছু ভাবা যাক। তিনি বিশেষভাবে আমাকে বেসিক চপ্পল নিয়ে জিজ্ঞেসা করেছিলেন এবং প্রাথমিকভাবে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম কিন্তু আমি সবসময় বিজয়ের সাজসজ্জার ধারণাগকে বিশ্বাস করি কারণ আমি জানি যে তিনি এটিকে দেশের আলোচনায় পরিণত করতেই করেন,” বলেছেন হরমন।
মুম্বইতে ‘লাইগার’ ছবির হিন্দি ট্রেলার লঞ্চের আগে বিজয় তেলুগু ট্রেলার লঞ্চের জন্য অনন্যা পান্ডের সঙ্গে হায়দ্রাবাদে ছিলেন। মুম্বইতেও আসেন তাঁর নায়িকা অনন্যার সঙ্গে। ছিলেন করণ জোহর (তিনি লঞ্চ করলেন বিজয়কে বলিউডে), ছবির পরিচালক পুরি জগন্নাথ এবং বিশেষ অতিথিরূপে রণবীর সিং। মুম্বই ট্রেলার লঞ্চে রণবীর এবং বিজয় ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘আকড়ি পকড়ি’-র সঙ্গে তাল মেলান। যা দেখে করণ এই দুইজনকে নিয়ে একটি অ্যাকশন ছবি করা ইচ্ছেও প্রকাশ করেছেন।
কিন্তু এই সব কিছুর উর্দ্ধে ছিল বিজয়ের লুক নিয়ে আলোচনা। হরমন এই নিয়ে আরও প্রকাশ করেছেন যে কীভাবে বিজয় তাঁর লুকের জন্য ইনপুট দিয়েছিলেন, যার মধ্যে ‘লাইগার’ ট্রেলার লঞ্চে চপ্পল পরাও বেছে নেওয়া ছিল। তিনি জানিয়েছেন বিজয় যে টি-শার্টটি পরেছিলেন তা তাঁরই প্রস্তাবিত শব্দগুলোর সঙ্গে কাস্টমাইজ করা হয়েছিল। “আমি ক্রমাগত নার্ভাস ছিলাম কারণ ইভেন্টটি একটি বড় পরিসরে ছিল, বিশেষ করে মুম্বইতে আর ১৯৯ মূল্যের চপ্পল পরে হাঁটা সত্যিই বিজয়ের সাহসী পদক্ষেপ ছিল। কিন্তু আমি আনন্দিত যে এটি ভালবাসার সঙ্গে গ্রহণ করা হয়েছে,” বিজয়ের চপ্পলের প্রতিক্রিয়া নিয়ে মত হরমনের। আসলে ছবিতে বিজয় একজন সাধারণ মানুষ। চরিত্র অনুয়াযী নিজেকে সাজাতেই তিনি এমন একটি সিদ্ধান্ত নেন।
‘লাইগার’ ২৫ আগস্ট মুক্তি পাবে। ধর্মা প্রোডাকশন এবং পুরি কানেক্টস যৌথভাবে ছবি প্রযোজনা করেছে। হিন্দি আর তেলুগু ভাষায় মুক্তি পাবে বিজয়ের প্রথম ছবি।