SRK: শাহরুখ-করণ ‘সম্পর্ক’ নিয়ে যুবরাজের বেফাঁস মন্তব্য! তোলপাড় সর্বত্র

SRK: বলিপাড়ার অন্দরে কত কী যে ঘটে! টক শো'য়ে এমনসব বেফাঁস মন্তব্য করে ফেলেন তারকারা যে তা নিয়ে পরবর্তীতে কম বিতর্ক হয় না। এই যেমন যুবরাজ সিং।

SRK: শাহরুখ-করণ 'সম্পর্ক' নিয়ে যুবরাজের বেফাঁস মন্তব্য! তোলপাড় সর্বত্র
কী হয়েছিল তারপর?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 9:16 PM

বলিপাড়ার অন্দরে কত কী যে ঘটে! টক শো’য়ে এমনসব বেফাঁস মন্তব্য করে ফেলেন তারকারা যে তা নিয়ে পরবর্তীতে কম বিতর্ক হয় না। এই যেমন যুবরাজ সিং। এক সময় বাইশ গজে ম্যাজিক দেখিয়েছিলেন যিনি সেই তিনিই একদা করেছিলেন শাহরুখ খানকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য। শাহরুখ খান ও করণ জোহরকে জড়িয়ে বলে ফেলেছিলেন এমন কিছু কথা যা সম্প্রতি ফের ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে তোলপাড়। শাহরুখ ভক্তরা বেজায় খাপ্পা যুবরাজের উপর। তাঁদের একটা প্রশ্ন, “কীভাবে এমনটা বলতে পারেন যুবরাজ?” কী বলেছিলেন তিনি? কেনই বা বলেছিলেন এ হেন কথা?

‘আপ কি আদালতে’ হাজির হয়েছিলেন যুবরাজ। সেখানকার সঞ্চালক যুবরাজকে মনে করিয়ে দেন শাহরুখ একবার যুবরাজের ব্যাপারে বলেছিলেন, “যুবরাজের উপর মেয়েরা ফিদা। কারণ, ওর ইমেজটাই ক্যাসানোভা”। ক্যাসানোভা কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে পুরুষের মন একাধিক নারীতে একই সময়ে মজে থাকে। শাহরুখ তাঁকে এ হেন তকমা দেওয়ায় তা মোটেও ভালভাবে নেননি যুবরাজ। তিনি পাল্টা বলেন, “শাহরুখের কাছে কোনও মেয়ে নেই কারণ উনি করণ জোহরের সঙ্গে থাকেন।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আর তা ছাড়া শাহরুখ খান অভিনেতা, আর অভিনেতাদের কিছু বলার জন্য পয়শা দেওয়া হয়। তাই আমারও মনে হয়, আমার সম্পর্কে এই সব বলার জন্য শাহরুখ খানকে কেউ পয়সা দিয়েছে। কারণ, আমার ব্যক্তিগত ভাবে এমনটা মনে হয় না।”

শাহরুখ সে সময় যুবরাজের কথার পাল্টা প্রতিক্রিয়া না দিলেও, এ নিয়ে কম জলঘোলা হয়নি। সম্প্রতি ফের একবার ওই ভিডিয়ো ভাইরাল হতেই যুবরাজকে তুলোধনা শাহরুখ ভক্তদের।