Bangla News » Entertainment » Deepika Padukone will be seen in a cameo role in Shah Rukh Khans film Jawan, she has also made cameos in various films for friendship
Friendship-Deepika: শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’-এ দীপিকা ক্যামিও চরিত্রে, এর আগেও বন্ধুত্বের জন্য করেছেন এমন
Friendship-Deepika: শাহরুখ খানের বিপরীতে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ করতে পেরে দীপিকা কোনও পারিশ্রমিক নেননি সেই ছবিতে। তারপরও শাহরুখের বেশ কয়েকটি ছবিতে তিনি রয়েছেন ক্যামিও চরিত্রে।
শাহরুখ খানের সঙ্গে 'বিল্লু' আর 'জিরো' ছবিতে পাওয়া গিয়েছিল দীপিকা পাডুকোণকে ক্যামিও চরিত্রে। ইরফান খান অভিনীত ছবি 'বিল্লু'তে শাহরুখ করেছিলেন বিশেষ চরিত্রে অভিনয়, তাঁর সঙ্গেই একটি গানের দৃশ্যে অভিনয় করেন দীপিকা। আর 'জিরো' ছবিতে স্বভূমিকায় শাহরুখ অভিনীত চরিত্রের পার্টিতে এসেছিলেন তিনি।
1 / 6
অভিষেক বচ্চন, বিপাশা বসু অভিনীত 'দম মারো দম' ছবিতে টাইটেল ট্র্যাকে আইটেম গানে ডান্স পারফরম্যান্স করেন দীপিকা। মাত্র একটি গানে তাঁর ছবিতে উপস্থিতি দর্শক মনে জায়গা করে নেয়।
2 / 6
সুশান্ত সিং রাজপুত, কৃতী শ্যানন অভিনীত 'রাবতা' ছবিতেও টাইটেল ট্র্যাকে পাওয়া যায় দীপিকাকে। এই গানের সঙ্গে তাঁর ডার্ক পারফরম্যান্স ছবিকে একটি অন্য মাত্রা দিয়েছিল।
3 / 6
সদ্য মুক্তি পেয়েছে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত 'ব্রক্ষ্মাস্ত্র' ছবির ট্রেলার। যেখানে সমুদ্রকন্যারূপে আবঝা যাঁকে দেখা যাচ্ছে তিনি যে দীপিকাই তাতে ভক্তকুল নিশ্চিত।
4 / 6
স্বামী রণবীর সিং অভিনীত ছবি 'সার্কাস'-এ তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সূত্রের খবর। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি শেক্সপীয়রের 'কমেডি অফ এররস'-এর কাহিনি নিয়ে তৈরি।
5 / 6
২০১৩ সালে 'বোম্বে টকিজ' ছবিতে 'আপনা বোম্বে টকিজ' গানে স্বমহিমায় তাঁর বিশেষ উপস্থিতি ছিল।