AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jawan-Shahrukh Khan Controversy: ‘লিকড’ ভিডিয়োয় শাহরুখের সঙ্গে দক্ষিণী হিরোইন, ফাঁস হওয়া ক্লিপিং মুছে দেওয়ার নির্দেশ আদালতের

Shahrukh Khan: বক্স অফিসে 'পাঠান'-এর আকাশছোঁয়া সাফল্যের পর ফের শাহরুখ খানের উপরই ভারসা রাখতে চলেছে বলিউড—শোনা যাচ্ছে এমনটাই। ২০১৮-এ 'জ়িরো' বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি মোটেই। তার আগে 'ফ্যান'ও কোনও 'জবরা' খেল দেখাতে পারেনি বক্স অফিসে।

Jawan-Shahrukh Khan Controversy: 'লিকড' ভিডিয়োয় শাহরুখের সঙ্গে দক্ষিণী হিরোইন, ফাঁস হওয়া ক্লিপিং মুছে দেওয়ার নির্দেশ আদালতের
'লিকড' ভিডিয়োয় শাহরুখের সঙ্গে দক্ষিণী হিরোইন, ফাঁস হওয়া ক্লিপিং মুছে দেওয়ার নির্দেশ আদালতের
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 11:36 AM
Share

‘পাঠান’ (Pathaan)-এর সাফল্য়ের পর ফের শাহরুখ (Shahrukh Khan) ফ্যানেদের উন্মাদনা—যার নাম ‘জওয়ান’ (Jawan)। ‘পাঠান’-এর সাফল্যের রেশ এখনও কাটেনি যশ রাজ ফিল্মস-এর। বিগ স্ক্রিন থেকে অ্যামাজ়ন প্রাইমে চলে এসেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসায়িকভাবে সবথেকে সফল ছবি ‘পাঠান’। এরই মধ্য়ে ‘জওয়ান’-এর সূত্রে ফের বক্স অফিস কাঁপানোর ইঙ্গিত মিলছে বলিউড সূত্রে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ‘জওয়ান’-এর ফাঁস হয়ে যাওয়া ভিডিয়ো ক্লিপিংসকে কেন্দ্র করে নির্দেশ এল খোদ আদালতের তরফে। ক্লিপিংস ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এসআরকে-এর প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ়।’ এরই পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট ইন্টারনেট থেকে ‘জওয়ান’-এর সব রকম লিকড ক্লিপিংস মুছে ফেলার নির্দেশ দিয়েছে।

বক্স অফিসে ‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর ফের শাহরুখ খানের উপরই ভারসা রাখতে চলেছে বলিউড—শোনা যাচ্ছে এমনটাই। ২০১৮-এ ‘জ়িরো’ বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি মোটেই। তার আগে ‘ফ্যান’ও কোনও ‘জবরা’ খেল দেখাতে পারেনি বক্স অফিসে। পাক্কা পাঁচ বছর পর ‘পাঠান’-এর সূত্রে পর্দায় কিং খানের কামব্য়াক হলমুখী করেছে দর্শককে। বিশেষত মাল্টিপ্লেক্সের দাপটে যখন দেশের বিভিন্ন প্রান্তে সিঙ্গল স্ক্রিনের ব্যবসা ধুঁকছে, তখন ফ্যানেদের উন্মাদনাকে আরও একটু উসকে দিতে আসছে ‘জওয়ান।’ ছবির পোস্টার লঞ্চের পর তা নিয়ে যখন মাতামাতিতে ব্য়স্ত এসআরকে-র ভক্তবৃন্দ, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবির শুটিং-এর বেশ কিছু ক্লিপিংস। কখনও হাতে সিগারেট নিয়ে বাদশার বোল্ড লুক, কখনও আবার অ্যাকশন সিকোয়েন্সের ঝলক। এই ঘটনার জেরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় গৌরী-শাহরুখের  প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ় এন্টারটেইমেন্ট’। সংস্থার তরফে আদালতে জানানো হয়, ২টি ক্লিপ ‘লিক’ হয়েছে অনলাইনে। কী রয়েছে সেই ২টি ক্লিপে? প্রথম ক্লিপে দেখা যাচ্ছে শাহরুখ একটি ফাইটিং সিন-এ ব্যস্ত। দ্বিতীয় ক্লিপটিতে এসআরকে-র সঙ্গে সঙ্গে ছবির লিড হিরোইন নয়নতারা (Nayanthara)-কেও দেখা গিয়েছে।

ছবির প্রযোজনা সংস্থার তরফে কপিরাইট লঙ্ঘনের অবিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছিল। মঙ্গলবার, ২৫ এপ্রিল ছিল এই মামলার শুনানি। বিচারপতি সি হরিশঙ্কর গুগল, টুইটার, রেডিট, ইউটিউব-সহ যাবতীয় সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ‘জওয়ান’-এর ফাঁস হওয়া ভিডিয়ো সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই-ই নয়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে ফাঁস হওয়া ক্লিপিং কোনওভাবেই ডাউনলোডের অ্যাক্সেস না দেওয়া হয় ইউজ়ারদের। প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ জুন মুক্তি পাওয়ার কথা ‘জওয়ান’-এর। এই প্রথম দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাদশা। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে ‘বেশরম’-গার্ল দীপিকা পাডুকনকেও।