‘ব্লকটা কে করেছিল?’ শুভশ্রীর প্রশ্নে মুখ ঢাকলেন দেব, তারপর…
এরপর সেই মুহূর্তে। শুভশ্রী বললেন তাঁর ফোন নিয়ে আসতে। তিনি ইনস্টাগ্রামে দেবকে ফলো করার চেষ্টা করলেন। এদিকে নেটওয়ার্কের সমস্যা। গল্পে টুইস্ট যেমন হয় আরকী! শেষ অবধি শুভশ্রী ফলো করে ফেললেন দেবকে। এবার দেব হাত বাড়িয়ে ফোন চেয়ে নিলেন। তিনিও ফলো করে ফেললেন শুভশ্রীকে। এতেই থেমে থাকলেন না তাঁরা। শুভশ্রী একটা মিষ্টি সেলফি তুলে ফেললেন দেবের সঙ্গে। প্রেমে যেমন সেলফি তোলা যায়, তেমনি ফ্রেন্ডশিপেও সেলফি তোলা যায়।

‘ধূমকেতু’ ট্রেলার লঞ্চে কাছাকাছি এলেন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বসলেন, অনেক প্রশ্নের উত্তর দিলেন, আবার একসঙ্গে নাচলেন দু’ জনে। তাঁদের অনুরাগীরা বলছেন, এই সন্ধে বাংলা ছবির ইতিহাসের অংশ হয়ে থাকল। দেব-শুভশ্রী এক সময়ে চুটিয়ে প্রেম করতেন। তখন সেই কথা সরাসরি না বললেও, এখন স্পষ্ট। তবে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর একে-অন্যকে তাঁরা সোশ্যাল মিডিয়াতে ফলো করতেন না। এমনকী শুভশ্রীকে ফোনে ব্লক করে দিয়েছিলেন দেব।
ট্রেলার লঞ্চে তাঁদের প্রশ্ন করা হয়, একে-অন্যকে সোশ্যাল মিডিয়াতে কবে ফলো করবেন তাঁরা? দেব বলে ফেলেন, ”ব্লক থেকে আনব্লক করেছি…”। সঙ্গে-সঙ্গে নায়িকার প্রশ্ন, ”ব্লকটা কে করেছিল? আমি ব্লক করিনি।” বোঝা যায়, দেবই আগে শুভশ্রীকে ব্লক করেছিলেন। সেই ব্লক তিনি খুলেছেন কিছুদিন আগে। এরপর ‘ধূমকেতু’-র মুক্তি সংক্রান্ত ব্যাপারে কথা হয়েছে নায়ক-নায়িকার।
এরপর সেই মুহূর্তে। শুভশ্রী বললেন তাঁর ফোন নিয়ে আসতে। তিনি ইনস্টাগ্রামে দেবকে ফলো করার চেষ্টা করলেন। এদিকে নেটওয়ার্কের সমস্যা। গল্পে টুইস্ট যেমন হয় আরকী! শেষ অবধি শুভশ্রী ফলো করে ফেললেন দেবকে। এবার দেব হাত বাড়িয়ে ফোন চেয়ে নিলেন। তিনিও ফলো করে ফেললেন শুভশ্রীকে। এতেই থেমে থাকলেন না তাঁরা। শুভশ্রী একটা মিষ্টি সেলফি তুলে ফেললেন দেবের সঙ্গে। প্রেমে যেমন সেলফি তোলা যায়, তেমনি ফ্রেন্ডশিপেও সেলফি তোলা যায়। রাতে সেই সেলফি পোস্ট করেছেন শুভশ্রী। তার সঙ্গে জুড়ে দিয়েছেন ‘এমনি’। দেব আবার লিখেছেন, ‘হুম’। আজ দিনভর নায়ক-নায়িকার অনুরাগীরা তা নিয়েই চর্চায় মত্ত থাকবেন, তা আঁচ করা যায়।
