গরমে একমুখ দাড়ি নিয়ে শ্যুটে কষ্ট হচ্ছে? দেবের উত্তর শুনলে চমকে যাবেন
এই লুকের জন্য নিজের শরীরের গঠন থেকে চুলের স্টাইল, দাড়ি সবটাই পাল্টে ফেলতে হয়েছে তাঁকে। বাড়িয়েছেন চুল-দাড়ি। এই প্রচন্ড গরমে এই লুকেই থাকছেন এবং তাপমাত্রার পারদ চড়লেও হাসি মুখেই করে চলেছেন কাজ।

‘খাদান’ সুপারহিট। ইতিমধ্যেই খাদান একশো দিন পার করেছে। দর্শকদের ভালবাসা পেয়ে থামতে নারাজ দেব। ইতিমধ্যেই তাঁর আগামী ছবি ‘রঘু ডাকাত’-এর শ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছেন সুপারস্টার। ‘খাদান’-এ যেমন দেবের দুটি লুক দর্শকদের মনে ধরেছিল, তেমনই ‘রঘু ডাকাত ‘-এর লুক নিয়েও দেব ফ্যানদের উন্মাদনার শেষ নেই।
‘কিশোরী’ গান হোক বা ‘হায়রে বিয়ে হল কেনে…’ এই গানের লুকে ঘায়েল হয়েছে দেব ফ্যানরা। তাই অভিনেতা দেব অনেক বেশি যত্নবান হয়েছেন তাঁর রঘু ডাকাত-এর লুক নিয়ে। আপাতত ছবির দুটি পোস্টার প্রকাশ পেয়েছে। আর দুটো পোস্টারের লুক দর্শকদের মধ্যে বেজায় আগ্রহ বাড়িয়েছে। এই লুকের জন্য নিজের শরীরের গঠন থেকে চুলের স্টাইল, দাড়ি সবটাই পাল্টে ফেলতে হয়েছে তাঁকে। বাড়িয়েছেন চুল-দাড়ি। এই প্রচন্ড গরমে এই লুকেই থাকছেন এবং তাপমাত্রার পারদ চড়লেও হাসি মুখেই করে চলেছেন কাজ।
‘খাদান’-এর একশো দিনের উদযাপনে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গরমে কষ্ট হলেও কাজ করতে হবে। কষ্ট করলেই তো সাফল্য আসে। এই যে দর্শক আমাদের কাজ পছন্দ করছে, নিজেদের সময় দিয়ে, টাকা খরচ করে হল ভরিয়ে ‘খাদান’ দেখছেন, এটাই আমাকে আরও কষ্ট করতে উৎসাহিত করে। ‘রঘু ডাকাত’ সেই মতোই লার্জ স্কেলে ভাবা হয়েছে, অবশ্যই বাজেটের মধ্যে। গরমে শ্যুট, শারীরিক পরিশ্রম করতেই হবে।”

গরমকে অগ্রাহ্য করেও ধূ-ধূ প্রান্তরে চলছে শ্যুট। প্রাচ্যের গরমে একমুখ লম্বা দাড়ির অস্বস্তি অস্বীকার করে কষ্টের ফল তখনই হবে যখন ‘রঘু ডাকাত’ দর্শকদের মন পাবেন। বক্স অফিসে লক্ষ্মী লাভ হবে। কথায় বলে, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়।
