দশ মাস পর কাকে বিদায় জানাচ্ছেন দেব? নিজেই জানালেন সুপারস্টার
এই বছর 'রঘু ডাকাত'-এর আগে আসছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'ধূমকেতু'। দশ বছরের পুরোনো এই ছবিটা মুক্তি পাবে ১৪ অগস্ট। সেই ছবি দেখতে ভিড় করবেন দর্শকরা, তেমনই আশা। তাই বছরের প্রথম ভাগে দেবের কোনও ছবি না থাকলেও, বছরের দ্বিতীয় ভাগে যে বক্স অফিস শাসন করতে পারেন তিনি, তা আঁচ করা যায়।

দুর্গাপুজোতে আসছে দেবের ‘রঘু ডাকাত’। তার শুটিংয়ে এত দিন ব্যস্ত ছিলেন অভিনেতা। চেহারায় পরিবর্তনের সঙ্গে-সঙ্গে দাড়ি রেখেছিলেন। এর মধ্যে দেবকে যতগুলো ইভেন্টে যেতে দেখা গিয়েছে, সেখানে পৌঁছেছিলেন এক মুখ দাড়ি নিয়েই। কিন্তু সম্প্রতি বিদেশ থেকে নায়ক ফিরেছেন ছবির শুটিং শেষ করে। ৭ জুন নিজের একটা ছবি পোস্ট করেছেন দেব। তারপর বলেছেন, এবার দাড়িকে বিদায় জানানোর পালা।
সুপারস্টারের অনুরাগীরা তাঁর এই ছবি দেখে উচ্ছ্বসিত। একজন লিখেছেন, ”আর মাত্র তিন মাসের অপেক্ষা। আপনার ‘রঘু ডাকাত’ দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।” দেব যে লুক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা এতই পছন্দ হয়েছে অনুরাগীদের যে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এই লুক।
লক্ষণীয় এবার দুর্গাপুজোয় ছবির লড়াই বেশ বড়। দেব অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তি পাবে। সঙ্গে আছে নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ টু’। প্রসেনজিত্ চট্টোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’ মুক্তি পাবে, সেই ঘোষণা হয়ে গিয়েছে। এর সঙ্গে আসতে পারে অনীক দত্ত পরিচালিত নতুন ছবি। তবে যে ছবিই আসুক, ‘রঘু ডাকাত’ যে প্রচুর শো পাবে, তা নিয়ে সংশয় নেই।
এই বছর ‘রঘু ডাকাত’-এর আগে আসছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’। দশ বছরের পুরোনো এই ছবিটা মুক্তি পাবে ১৪ অগস্ট। সেই ছবি দেখতে ভিড় করবেন দর্শকরা, তেমনই আশা। তাই বছরের প্রথম ভাগে দেবের কোনও ছবি না থাকলেও, বছরের দ্বিতীয় ভাগে যে বক্স অফিস শাসন করতে পারেন তিনি, তা আঁচ করা যায়।
