দিয়ার বিয়ের পোশাক নিলামে, দ্বিতীয়বার কোন ভুল আর করলেন না নায়িকা?
অবাক হলেও এটাই, সত্যি, কারণ এমনটাই কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। তিনি তাঁর বিয়ের পোশাক তুলেছিলেন নিলামে। তাঁর প্রথম বিয়ের, অর্থাৎ সাহিল সংঘের সঙ্গে বিয়ের পোশাক তিনি নিলামে তোলেন।

বিয়ের পোশাক মানেই যে কোনও মানুষের কাছে তা বিশেষ। সে বিয়ের আগে হোক কিংবা বিয়ের পরে। কেনার সময় তা যেন সবচেয়ে সুন্দর হয়, এই বিষয়গুলো মাথায় রাখা, আবার বিয়ের পরও সেই পোশাককে যত্নে তুলে রাখাটাও যেন বিশেষ আবেগের বিষয়। এমন সময় যদি শোনা যায় বিয়ের পোশাক কেউ বিক্রি করে দিয়েছে! কি, অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই, সত্যি, কারণ এমনটাই কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। তিনি তাঁর বিয়ের পোশাক তুলেছিলেন নিলামে। তাঁর প্রথম বিয়ের, অর্থাৎ সাহিল সংঘের সঙ্গে বিয়ের পোশাক তিনি নিলামে তোলেন।
কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন দিয়া? সে বিষয় যদিও তিনি কিছু জানাননি। তবে এই প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “আমি বিয়ের আগের পোশাক নিলামে দিয়েছিলাম, এবার এমন এক পোশাক কিনেছি, যাতে আমি তা পরতে পারি, শুধুই আলমারিতে তা যাতে ঝুলিয়ে রাখা না থাকে।”
দিয়ার দ্বিতীয় বিয়ের লুক দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। যেখানে প্রথম বিয়েতে রীতু কুমারের ডিজাইন করা পোশাকে সকলকে চমকে দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় বিয়ের সময় মোটেও তিনি আর সেই ভুল করেননি। তিনি ও তাঁর স্বামী এমন পোশাক কিনেছিলেন যা তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে পরতে পারেন। তাই করেছিলেন। তবে প্রথম বিয়ের পোশাক নিলামে তুলে সেই অর্থে কী করেছিলেন, তা প্রকাশ্যে আনেননি দিয়া।





