Govinda: নীল রঙেই আপত্তি, তবুও Avatar-এ গোবিন্দা! ভিডিয়ো ভাইরাল হতেই…
Avatar Fire & Ice: গোবিন্দা বলেছিলেন, "আমেরিকায় এক সর্দারজির সঙ্গে আমার আলাপ হয়েছিল, তাঁকে আমি একটা বিজনেস আইডিয়া দিয়েছিলাম, যেটা কাজও করেছিল। কয়েক বছর পর উনি আমাকে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করান, তার সঙ্গে সিনেমায় কাজ করতে বলেন।"

মুম্বই: হলিউডে বলিউডের চিচি? আনন্দে উচ্ছসিত গোবিন্দার ভক্তরা। সোশ্য়াল মিডিয়া জুড়ে ভাইরাল ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা গোবিন্দা অভিনয় করছেন জেমস ক্যামেরনের হলিউড ফ্যান্টাসি থ্রিকোয়েল “অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ”-এ। দেখা যাচ্ছে গোবিন্দা তাঁর জনপ্রিয় “হাটা সাওয়ান কি ঘাটা” ডায়লগ দিচ্ছেন। সত্যিই কি তাহলে হলিউড স্টার হয়ে গেলেন গোবিন্দা?
না, গোবিন্দা ভক্তদের জন্য দুঃখের খবর, কারণ আদতে গোবিন্দা হলিউডের সিনেমায় অভিনয় করেননি। এটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ভুয়ো ভিডিয়ো। ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গোবিন্দা অভিনয় করেনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে জেমস ক্য়ামেরনের অবতার প্রথম সংস্করণ মুক্তি পায়। সেই সময় গোবিন্দা দাবি করেছিলেন যে তিনি ক্যামেরনের সঙ্গে দেখা করেছেন। তাঁকে সিনেমায় অভিনয় করার জন্য ১৮ কোটি টাকা অফারও করা হয়েছিল, কিন্তু তিনি অফার রিজেক্ট করে দিয়েছেন। নাভির চরিত্রে অভিনয় করার জন্য গোটা শরীরে নীল রঙ করতে হত। সেই প্রস্তাবে রাজি ছিলেন না গোবিন্দা।
Govinda performance 💪🔥 pic.twitter.com/1QaQ7VEDFq
— Wellu (@Wellutwt) December 22, 2025
চলতি বছরে একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ-তে গোবিন্দা বলেছিলেন, “আমেরিকায় এক সর্দারজির সঙ্গে আমার আলাপ হয়েছিল, তাঁকে আমি একটা বিজনেস আইডিয়া দিয়েছিলাম, যেটা কাজও করেছিল। কয়েক বছর পর উনি আমাকে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করান, তার সঙ্গে সিনেমায় কাজ করতে বলেন। জেমস আমায় বলেছিল যে সিনেমায় হিরো প্রতিবন্ধী, তারপরই আমি বলেছিলাম যে আমি অভিনয় করব না। আমায় ১৮ কোটি টাকা অফার করা হয়েছিল, ৪১০ দিন শুট করতে হত। আমি বলেছিলাম যে যদি সারা শরীরে রঙ করতে হয়, তাহলে তো আমি হাসপাতালে ভর্তি থাকব।”
পরে এই সিনেমা বিশ্বজুড়ে হিট করার পর নিজের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেছিলেন বলেও জানিয়েছিলেন গোবিন্দা। তবে গোবিন্দার দীর্ঘদিনের বন্ধু তথা প্রযোজক পহলাজ নিহলানি গোবিন্দার এই দাবি খারিজ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে গোবিন্দা হয়তো বলিউডের অবতার নামে সিনেমার কথা বলছিলেন, যা ৪০ শতাংশ শুটিং হয়ে যাওয়ার পর গোবিন্দার অনুরোধেই সেই সিনেমার শুটিং স্থগিত হয়ে যায়।
