সবটাই অভিনয়! ২০২২ সালেই বিচ্ছেদ, জানেন সুদীপ-পৃথার বয়সের ফারাক কত?
কিছুক্ষণের মধ্যেই যেন সবটা স্পষ্ট হয়ে যায়। সোমবার নিজেই আবার মুখ খোলেন সুদীপ। জানান, তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। চেয়েছিলেন এই খবর যাতে বাইরে না আসে। তাই তিনি মিথ্যে বলে বিষয়টাকে এড়িয়ে যান। তবে এটা সত্যি যে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।

শনিবার থেকে শোরগোল নেটপাড়ায়। বিষয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ। ঝড়ের গতিতে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী একটি পোস্ট করে বসেন, যেখানে স্পষ্ট তিনি জানিয়ে দেন, তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে সেদিন সেই বিষয় মুখ খুলতে চাননি সুদীপ। পরের দিন সকালে তিনি লাইভে এসে জানান, বিবাহ বিচ্ছেদের বিষয় সবটাই মজা করেছিলেন পৃথা। তিনি দেখতে চেয়েছিলেন একটা খারাপ খবরের প্রতিক্রিয়া কী হতে পারে।
এর কিছুক্ষণের মধ্যেই যেন সবটা স্পষ্ট হয়ে যায়। সোমবার নিজেই আবার মুখ খোলেন সুদীপ। জানান, তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। চেয়েছিলেন এই খবর যাতে বাইরে না আসে। তাই তিনি মিথ্যে বলে বিষয়টাকে এড়িয়ে যান। তবে এটা সত্যি যে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। আবার মঙ্গলবার মেলে নয়া খবর। তাঁদের বিবাহ বিচ্ছেদ নাকি হয়ে গিয়েছে ২০২২ সালেই।
প্রসঙ্গত, পৃথা ও সুদীপের আলাপ হয় সোশ্যাল মিডিয়া মারফৎ। ১০ বছরের বৈবাহিক জীবন তাঁদের। তাঁদের জুটি নিয়ে নানা বিতর্ক সোশ্যাল মিডিয়ায় চর্চিত। সুদীপের থেকে ২৫ বছরের ছোট পৃথা। ফলে এই জুটি নিয়ে অনেকেই অনেক মন্তব্য করতেন। তবে সংসার তাঁরা বেশ জমিয়েই করছিলেন। যদিও শেষ রক্ষা হল না। অবশেষে সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা, সেই খবর প্রকাশ্যে।
