AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার জন্য একটা রাজনৈতিক ছবি করা কঠিন…’, ‘হোক কলরব’ কবে আসছে?

রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি আসছে। নাম 'হোক কলরব'। 'হোক কলরব' বাংলার ছাত্র-রাজনীতির সঙ্গে জড়িত শব্দবন্ধ। রাজের পরিচালনায় নতুন ছবিতে কী থাকছে? পরিচালক TV9 বাংলাকে জানালেন, ''এই ছবির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি। ছাত্ররা সমাজের ভবিষ্যত্‍। তাঁরা যখন পড়াশোনার মধ্যে থাকে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে থাকে, তখন তাঁদের ঘিরে কিছু সময়ে জটিলতা তৈরি হয়। এই সময়ে ছাত্রদের মনে আগ্রাসন থাকে, আবার এটাই দায়িত্ববান হওয়ার প্রকৃত সময়। অনেক সময়ে প্রশাসনের মতের সঙ্গে তাঁদের মত মেলে না। দু' পক্ষের মতামত কী হতে পারে, এমন বিশ্লেষণ নিয়েই বোনা হচ্ছে এই ছবির চিত্রনাট্য।''

'আমার জন্য একটা রাজনৈতিক ছবি করা কঠিন...', 'হোক কলরব' কবে আসছে?
| Edited By: | Updated on: Aug 27, 2025 | 12:57 PM
Share

রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি আসছে। নাম ‘হোক কলরব’। ‘হোক কলরব’ বাংলার ছাত্র-রাজনীতির সঙ্গে জড়িত শব্দবন্ধ। রাজের পরিচালনায় নতুন ছবিতে কী থাকছে? পরিচালক TV9 বাংলাকে জানালেন, ”এই ছবির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি। ছাত্ররা সমাজের ভবিষ্যত্‍। তাঁরা যখন পড়াশোনার মধ্যে থাকে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে থাকে, তখন তাঁদের ঘিরে কিছু সময়ে জটিলতা তৈরি হয়। এই সময়ে ছাত্রদের মনে আগ্রাসন থাকে, আবার এটাই দায়িত্ববান হওয়ার প্রকৃত সময়। অনেক সময়ে প্রশাসনের মতের সঙ্গে তাঁদের মত মেলে না। দু’ পক্ষের মতামত কী হতে পারে, এমন বিশ্লেষণ নিয়েই বোনা হচ্ছে এই ছবির চিত্রনাট্য।”

রাজ চক্রবর্তী নিজে বিধায়ক। প্রশাসনের অংশ। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র-রাজনীতির প্রেক্ষাপটে তিনি কি মন খুলে ছবি তৈরি করতে পারবেন? রাজ বললেন, ”যখন ছবি পরিচালনা করি, পরিচালক সত্তা প্রধান হয়ে যায়। আমার নিজের বেড়ে ওঠা, পথ চলা, সব কিছুর প্রভাব থাকে আমার ছবিতে। যে কোনও পরিচালকের ক্ষেত্রেই সেটা সত্যি। তাই আমি একজন মানুষ হিসাবে কীভাবে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করি, সেটা থাকবে ছবিতে। নিজে একজন বিধায়ক হয়ে, একটা রাজনৈতিক ছবি তৈরি করা কঠিন। একটা ছবি তৈরি করলে, আমি সব রাজনৈতিক দলের মানুষকেই সেটা দেখাতে চাই। এই ছবিতে কিছু গুরুত্বপূর্ণ বার্তাও থাকবে। সব দিক বিচার করেই মনে হয়েছে, এই গল্পটা এখন বলতে চাই। এখন না বললে, আর বলা হতো না।”

রাজের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন শাশ্বত চট্টোপাধ্যায়। দু’ জনের ‘আবার প্রলয়’ দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। তার সঙ্গে এই ছবিতে দেখা যাবে ওম সাহানি, রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, অভিকা মালাকারের মতো একঝাঁক নতুন মুখকে। রাজ জানালেন, ৪০ থেকে ৫০ জন নতুন মুখকে নিয়ে তিনি কাজ করছেন এই ছবিতে। শাশ্বতর চরিত্রটা অবশ্য ভাঙলেন না। ছবিতে বেশ কিছু সারপ্রাইজ থাকবে। তবে এই ছবির প্রযোজনার সঙ্গে জড়িত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই ছবিতে মূল চরিত্রে দেখা যাবে না।

কবে মুক্তি পাবে ছবিটা? রাজ খোলসা করলেন, ”আজকে সকাল পর্যন্ত ভাবছিলাম, বড়দিনের মরসুমে নিয়ে আসব ছবিটা। আপনার সঙ্গে কথা বলার ১৫ মিনিট আগে ঠিক করলাম, আগামী বছরের সরস্বতী পুজোতে, ২৩ জানুয়ারি মুক্তি পাবে ছবিটা। বড়দিনে বেশ কয়েকটা বাংলা ছবি আসছে। তাই সেগুলোর সঙ্গে এই ছবি এনে কোনও সমস্যা তৈরি করতে চাই না। আমার ছবিটা সব দর্শককে দেখাতে চাই। তাই আগামী বছর ২৩ জানুয়ারি আসবে এই ছবি।” আগামিকাল থেকেই শুটিং শুরু হচ্ছে ‘হোক কলরব’-এর।”