‘ক্রাইম না হয়ে থাকলে, কাজ বন্ধ করা উচিত নয়’, কোন প্রসঙ্গে বললেন রাজ
রাজের বক্তব্য, ''সুদেষ্ণাদি আমাকে মেসেজ করেছিলেন। আমি দেখেছি। তবে বিষয়টা জানতাম না। পুরোটা জেনে বিস্তারিত বলতে পারব। তবে কোনওভাবেই কোনও কাজ বন্ধ করা উচিত নয়। কোনও ক্রাইম না হয়ে থাকলে, কোনও কাজ কোনওভাবে বন্ধ করা উচিত নয়।''

১৬ এপ্রিল সকালে আচমকা বন্ধ হয়ে যায় সুদেষ্ণা রায় আর অভিজিত্ গুহ পরিচালিত নতুন বাংলা ছবি ‘স্বপ্ন হলেও সত্যি’-র কাজ। সুদেষ্ণা এই নিয়ে ফেসবুক লাইভে তাঁর ক্ষোভের কথা জানান। এবার এই ঘটনায় মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজের বক্তব্য, ”সুদেষ্ণাদি আমাকে মেসেজ করেছিলেন। আমি দেখেছি। তবে বিষয়টা জানতাম না। পুরোটা জেনে বিস্তারিত বলতে পারব। তবে কোনওভাবেই কোনও কাজ বন্ধ করা উচিত নয়। কোনও ক্রাইম না হয়ে থাকলে, কোনও কাজ কোনওভাবে বন্ধ করা উচিত নয়।”
কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়ের পর এবার ফেডারেশনের রোষের মুখে পড়লেন পরিচালক সুদেষ্ণা রায়। বুধবার, ১৬ এপ্রিল, উত্তর কলকাতার একটি বাড়ি থেকে ফেসবুক লাইভে এসে সবটা সামনে আনলেন পরিচালক। নিজেই জানালেন তাঁর নতুন ছবির শুটিং ঘিরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার কথা। সুদেষ্ণা জানান, তাঁর দীর্ঘ ২০ বছরের পুরোনো প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরু হওয়ার মাত্র ছ’দিন আগে কোনও কারণ না জানিয়েই আচমকা কাজ ছেড়ে দেন। প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড ও ফেডারেশনকে সুদেষ্ণা ইমেল মারফত গোটা বিষয়টি বিস্তারিত জানান।
কিন্তু সেই ইমেল আদানপ্রদানের মধ্যেই একে-একে ছবির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বাকি টেকনিশিয়ানরাও কাজ ছেড়ে দেন বলে অভিযোগ পরিচালকের। পরিকল্পনা অনুযায়ী বুধবার থেকে ছবির শুটিং শুরুর কথা ছিল। ছবির অন্যতম প্রধান মুখ অপরাজিতা আঢ্য। কিন্তু শুটিং স্পট থেকেই সুদেষ্ণা ফেসবুক লাইভে এসে অসহায়ভাবে জানান, টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে তাঁদের পক্ষে শুটিং শুরু করা সম্ভব হয়নি। সুদেষ্ণা এদিন বলেন, ”আদালত যে রায় দিয়েছে তা মানা হলো না। আমি কষ্ট পেয়েছি। মানসিকভাবে ভেঙে পড়েছি। আমাদের ক্ষয়-ক্ষতি হয়েছে। এরকম আর কারও সঙ্গে হোক, সেটা চাই না।” লক্ষণীয় রাজের এক সময়ের সহযোগী পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন। বিদুলার মতো আইনি পথে হেঁটেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল রায়চৌধুরী, সুদেষ্ণা রায় বা সুব্রত সেনের মতো পরিচালকরা। এই জটিলতার সমাধান কীভাবে হবে, তার দিকে তাকিয়ে টলিউড।





