শ্রাবন্তীর ছবির প্রিমিয়ারে প্রাক্তন স্বামী রাজীব, কী বললেন শ্রাবন্তীর কাজ নিয়ে?
এদিন এক ফ্রেমে শ্রাবন্তী-রাজীবকে ধরার চেষ্টা করেছিল মিডিয়া। যদিও তিনি স্পষ্ট করে দেন, প্রযোজক হিমাংশু ধনুকার কথা রাখতেই তাঁর প্রিমিয়ারে আগমন। আবার কি একসঙ্গে কাজ করতে পারেন শ্রাবন্তী-রাজীব? এই প্রশ্নের উত্তরে রাজীব জানালেন, ভালো গল্প থাকলে, তাঁর শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা নেই। শ্রাবন্তীর দিক থেকেও কোনও অসুবিধা থাকবে বলে তাঁর মনে হয় না।

মুক্তি পেল ‘রবীন্দ্র কাব্য রহস্য’। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ছবি প্রিমিয়ারে পৌঁছে গেলেন নায়িকা শ্রাবন্তীর প্রাক্তন স্বামী পরিচালক রাজীব বিশ্বাস। রাজীব দু’ বছর ধরে কাজ করছিলেন বাংলাদেশে। তখনও দেশে যাতায়াত ছিল। তবে এখন শহরেই থাকবেন, সে কথা খোলসা করলেন।
শ্রাবন্তীর কোন ছবি তাঁর প্রিয়? রাজীব খোলসা করলেন, ”আমার পরিচালনায় ‘অমানুষ’ বা ‘সেদিন দেখা হয়েছিল’ এগুলোই প্রিয়। শ্রাবন্তীর সঙ্গে যেসব কাজ করেছি, সেই ছবিগুলোই দেখেছি, যেমন ‘ইডিয়ট’। নতুন এই থ্রিলারে শ্রাবন্তী বেশ ভালো কাজ করেছে। অন্যধারার ছবি ও আগেও করেছে। যেমন ‘গয়নার বাক্স’ বা টেলিভিশনে সাহিত্য নির্ভর কিছু কাজ করেছিল একদম গোড়ার দিকে। ভালো অভিনেত্রী, তাই যে কোনও চরিত্রই ভালো করে।”
এদিন এক ফ্রেমে শ্রাবন্তী-রাজীবকে ধরার চেষ্টা করেছিল মিডিয়া। যদিও তিনি স্পষ্ট করে দেন, প্রযোজক হিমাংশু ধনুকার কথা রাখতেই তাঁর প্রিমিয়ারে আগমন। আবার কি একসঙ্গে কাজ করতে পারেন শ্রাবন্তী-রাজীব? এই প্রশ্নের উত্তরে রাজীব জানালেন, ভালো গল্প থাকলে, তাঁর শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা নেই। শ্রাবন্তীর দিক থেকেও কোনও অসুবিধা থাকবে বলে তাঁর মনে হয় না। লক্ষণীয় খুব কম বয়সে টলিপাড়ায় কাজ করতে শুরু করেন শ্রাবন্তী। রাজীবের সঙ্গে বিয়েও করেন বেশ কম বয়সে। ক্লাস ইলেভেনে যখন পড়েন, তখন তিনি মা হয়েছেন। সম্প্রতি TV9 বাংলায় এসে শ্রাবন্তী জানিয়েছেন, ছেলের সঙ্গে তাঁর একেবারে ভাই-বোনের মতো খুনসুটির সম্পর্ক।
