Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt-Ranbir Kapoor Property: আলিয়া-রণবীরের থেকে কত কোটি টাকার সম্পত্তি পাবে রাহা; বাবা-মায়ের মধ্যে কে বেশি ধনী?

Who Is Richer: অনাড়ম্বর বিয়েতে প্রচুর টাকা খরচ করেননি দুই তারকা। তাঁরা সংসারী মানুষ। কিন্তু তাঁদের অর্থের অভাব নেই। প্রচুর উপার্জন করে ফেলেছেন তারকা দম্পতি। কিন্তু আলিয়া-রণবীরের মধ্যে তুলনায় বেশি ধনী কে? এবার সামনে এল সেই তথ্য। জানা গেল, তাঁদের বর্তমান টাকা পয়সার হিসেবও।

| Edited By: | Updated on: Dec 12, 2023 | 3:28 PM
'ব্রহ্মাস্ত্র' ছবিতে অভিনয় করার সময় একে-অপরের কাছাকাছি এসেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ৫ বছর কোর্টশিপে থাকার পর ২০২২ সালের ১৪ এপ্রিল কাপুর পরিবারের বাড়ির বারান্দায় বিয়ে করেন রণবীর-আলিয়া।

'ব্রহ্মাস্ত্র' ছবিতে অভিনয় করার সময় একে-অপরের কাছাকাছি এসেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ৫ বছর কোর্টশিপে থাকার পর ২০২২ সালের ১৪ এপ্রিল কাপুর পরিবারের বাড়ির বারান্দায় বিয়ে করেন রণবীর-আলিয়া।

1 / 8
অনাড়ম্বর বিয়েতে প্রচুর টাকা খরচ করেননি দুই তারকা। তাঁরা সংসারী মানুষ। কিন্তু তাঁদের অর্থের অভাব নেই। প্রচুর উপার্জন করে ফেলেছেন তারকা দম্পতি। কিন্তু আলিয়া-রণবীরের মধ্যে তুলনায় বেশি ধনী কে? এবার সামনে এল সেই তথ্য। জানা গেল, তাঁদের বর্তমান টাকা পয়সার হিসেবও।

অনাড়ম্বর বিয়েতে প্রচুর টাকা খরচ করেননি দুই তারকা। তাঁরা সংসারী মানুষ। কিন্তু তাঁদের অর্থের অভাব নেই। প্রচুর উপার্জন করে ফেলেছেন তারকা দম্পতি। কিন্তু আলিয়া-রণবীরের মধ্যে তুলনায় বেশি ধনী কে? এবার সামনে এল সেই তথ্য। জানা গেল, তাঁদের বর্তমান টাকা পয়সার হিসেবও।

2 / 8
বিয়ের সময় আলিয়া-রণবীরের সম্পত্তির মূল্য ছিল ৪৮৫ কোটি টাকা। সেই মূল্য বেড়েছে অনেকগুণ। তাও প্রায় দ্বিগুণ।

বিয়ের সময় আলিয়া-রণবীরের সম্পত্তির মূল্য ছিল ৪৮৫ কোটি টাকা। সেই মূল্য বেড়েছে অনেকগুণ। তাও প্রায় দ্বিগুণ।

3 / 8
 এই মুহূর্তে ৮৮৫ কোটি টাকার মালিক আলিয়া-রণবীর। ৭৯.২ শতাংশ টাকার সম্পত্তি বেড়ে তাঁদের।

এই মুহূর্তে ৮৮৫ কোটি টাকার মালিক আলিয়া-রণবীর। ৭৯.২ শতাংশ টাকার সম্পত্তি বেড়ে তাঁদের।

4 / 8
এবং এই হিসেব খতিয়ে দেখলে, সম্পত্তি বেশি আলিয়ারই। তিনিই প্রকৃত অর্থে 'বস'। স্বামী রণবীরের তুলনায় ৫৮.৬৭ শতাংশ বেশি সম্পত্তি রয়েছে তাঁর।

এবং এই হিসেব খতিয়ে দেখলে, সম্পত্তি বেশি আলিয়ারই। তিনিই প্রকৃত অর্থে 'বস'। স্বামী রণবীরের তুলনায় ৫৮.৬৭ শতাংশ বেশি সম্পত্তি রয়েছে তাঁর।

5 / 8
গত দু'বছরে সম্পত্তির মূল্য বেড়েছে আলিয়ার। বিয়ের আগে 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', বিয়ের পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এ অভিনয় করেছেন। টাকা রোজগার করেছেন ডলারেও। অন্যদিকে রণবীর কাপুরের ছবি 'অ্যানিম্যাল' মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ছবি বিপুল ব্যবসা করেছে। ভাগ পেয়েছেন রণবীর।

গত দু'বছরে সম্পত্তির মূল্য বেড়েছে আলিয়ার। বিয়ের আগে 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', বিয়ের পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এ অভিনয় করেছেন। টাকা রোজগার করেছেন ডলারেও। অন্যদিকে রণবীর কাপুরের ছবি 'অ্যানিম্যাল' মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ছবি বিপুল ব্যবসা করেছে। ভাগ পেয়েছেন রণবীর।

6 / 8
আলিয়ার সম্পত্তির তালিকায় রয়েছে বান্দ্রায় ১২-১৫ কোটি টাকার অ্যাপার্টমেন্ট। রণবীরকে বিয়ের আগে মুম্বইয়ে তাঁদের 'বাস্তু' বাড়ির ৫ তলায় ৩২ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন আলিয়া। 'এড মামা' নামের এক পোশাক কোম্পানি আছে আলিয়ার। গর্ভবতী এবং নতুন মায়েদের জন্য পোশাক তৈরি করে সেই কোম্পানি। রয়েছে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ইটারনাল সানসাইন প্রোডাকশনস। ৪০ কোটি টাকার আর্থিক লগ্নি আছে তাঁর। ৬০ কোটি টাকার রিয়েল এস্টেট আছে। ফিনক্যাশে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে ৫২০ কোটি টাকার মালিক আলিয়া একা।

আলিয়ার সম্পত্তির তালিকায় রয়েছে বান্দ্রায় ১২-১৫ কোটি টাকার অ্যাপার্টমেন্ট। রণবীরকে বিয়ের আগে মুম্বইয়ে তাঁদের 'বাস্তু' বাড়ির ৫ তলায় ৩২ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন আলিয়া। 'এড মামা' নামের এক পোশাক কোম্পানি আছে আলিয়ার। গর্ভবতী এবং নতুন মায়েদের জন্য পোশাক তৈরি করে সেই কোম্পানি। রয়েছে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ইটারনাল সানসাইন প্রোডাকশনস। ৪০ কোটি টাকার আর্থিক লগ্নি আছে তাঁর। ৬০ কোটি টাকার রিয়েল এস্টেট আছে। ফিনক্যাশে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে ৫২০ কোটি টাকার মালিক আলিয়া একা।

7 / 8
আলিয়া-রণবীরের বিয়ের দিন তোলা ছবি।

আলিয়া-রণবীরের বিয়ের দিন তোলা ছবি।

8 / 8
Follow Us: