প্রতিদিন একটি গাড়ি কেনা যায়, হৃত্বিকের বিপুল সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

Hrithik Roshan Assets: দেখতে-দেখতে কেরিয়ারে ২৪ বছর পার। বলিউডের সকলের প্রিয় চরিত্র 'রোহিত' এখন ব্লকবাস্টার 'কবীর'। হৃত্বিক রোশন বলিউডের এখন অন্যতম খিলারি, তাঁর অ্যাকশন দর্শক মনে ঝড় তুলছে পরতে-পরতে। সে 'বিক্রম ভেদা'ই হোক কিংবা 'ওয়ার'। এবার দর্শকদের নজরে 'ফাইটার'।

| Edited By: | Updated on: Jan 11, 2024 | 1:47 PM
হাফ সেঞ্চুরি হৃত্বিক রোশনের। ৫০-এ পা গিলেন গ্রিক গড। কেরিয়ারে একাধিক ওঠানামর পর্ব থাকলেও হৃত্বিক যেন ভিড়ের মাঝেও ভীষণ আলাদা।

হাফ সেঞ্চুরি হৃত্বিক রোশনের। ৫০-এ পা গিলেন গ্রিক গড। কেরিয়ারে একাধিক ওঠানামর পর্ব থাকলেও হৃত্বিক যেন ভিড়ের মাঝেও ভীষণ আলাদা।

1 / 8
তাঁর স্টাইল, তাঁর লুক, বলিউডে যেন একচিলতে হলিউডের ছোয়া। তিনি নিজেকে দিন দিন আরও স্টানিং করে তুলেছেন। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মহিলা ভক্তদের তাঁর প্রতি আকর্ষণও।

তাঁর স্টাইল, তাঁর লুক, বলিউডে যেন একচিলতে হলিউডের ছোয়া। তিনি নিজেকে দিন দিন আরও স্টানিং করে তুলেছেন। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মহিলা ভক্তদের তাঁর প্রতি আকর্ষণও।

2 / 8
২০০০ সালে কাহো না পেয়ার হ্যায় ছবির মধ্যে দিয়ে বলিউড পেয়েছিল নতুন হিরোকে। হৃত্বিক রোশনকে দেখে সকলেই তখন এক কথায় মন দিয়েছিলেন।

২০০০ সালে কাহো না পেয়ার হ্যায় ছবির মধ্যে দিয়ে বলিউড পেয়েছিল নতুন হিরোকে। হৃত্বিক রোশনকে দেখে সকলেই তখন এক কথায় মন দিয়েছিলেন।

3 / 8
হৃত্বিক রোশনের পারিশ্রমিক বেশ বেড়েছে সিনেপাড়ায়। ৮- থেকে ৮৫ কোটি টাকা একটি ছবি থেকে আয় করেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,১৩০ কোটি টাকা।

হৃত্বিক রোশনের পারিশ্রমিক বেশ বেড়েছে সিনেপাড়ায়। ৮- থেকে ৮৫ কোটি টাকা একটি ছবি থেকে আয় করেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,১৩০ কোটি টাকা।

4 / 8
বর্তমানে বলিউডের অন্যতম ধনী অভিনেতা তিনি। ২০২০ সালে হঠাৎই বেড়ে যায় তাঁর সম্পত্তি। ৬২২ কোটি টাকা রাতারাতি বেড়ে যায় হৃত্বিকের।

বর্তমানে বলিউডের অন্যতম ধনী অভিনেতা তিনি। ২০২০ সালে হঠাৎই বেড়ে যায় তাঁর সম্পত্তি। ৬২২ কোটি টাকা রাতারাতি বেড়ে যায় হৃত্বিকের।

5 / 8
২০১৪ সাল থেকে ২০১৪ সালে হৃত্বিকের সম্পত্তির পরিমাণ এক লাফে বেড়ে গিয়েছে ৩,৫৪৮ কোটি টাকা। ১০০ কোটির ফ্ল্যাট রয়েছে তাঁর।

২০১৪ সাল থেকে ২০১৪ সালে হৃত্বিকের সম্পত্তির পরিমাণ এক লাফে বেড়ে গিয়েছে ৩,৫৪৮ কোটি টাকা। ১০০ কোটির ফ্ল্যাট রয়েছে তাঁর।

6 / 8
বছরে হৃত্বিক রোশনের আয় ৮০ থেকে ১০০ কোটি টাকা। সেই হিসেব অনুযায়ী দিনপুছু হৃত্বিক রোশনের আয় দাঁড়ায় ৩.২ লাখ টাকা।

বছরে হৃত্বিক রোশনের আয় ৮০ থেকে ১০০ কোটি টাকা। সেই হিসেব অনুযায়ী দিনপুছু হৃত্বিক রোশনের আয় দাঁড়ায় ৩.২ লাখ টাকা।

7 / 8
প্রতি ১০ মিনিটে তিনি আয় করে থাকেন ১০ হাজার টাকা। গড়ের হিসেব তেমনটাই বলে। এছাড়াও লোনাভলাতে রয়েছে তাঁর একটি ফার্ম হাউস।

প্রতি ১০ মিনিটে তিনি আয় করে থাকেন ১০ হাজার টাকা। গড়ের হিসেব তেমনটাই বলে। এছাড়াও লোনাভলাতে রয়েছে তাঁর একটি ফার্ম হাউস।

8 / 8
Follow Us: