ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে নিত্য চর্চা থাকে তুঙ্গে। যাঁদের প্রেম কাহিনি রাতারাতি ঝড় তুলেছিল বলিউডের অন্দরমহলে। এক শ্রেণির ধারণা ছিল ক্যাটরিনা কইফ হয়তো মন দিয়েছেন সলমন খানকে, সলমনও নাকি তাই। কিন্তু বাস্তব ছবিটা পাল্টে যেতে খুব একটা সময় নেয়নি। ক্যাটরিনার জীবনে রণবীর কাপুর যখন প্রেমের ঝড় তুলেছিলেন, তখন ছবিটা ছিল একরকম। তারপর দীর্ঘ অপেক্ষা। সেখান থেকেই ক্যাটরিনার সম্পর্কের প্রতি উবে ছিল বিশ্বাস, তিনি নিজেই জানিয়েছিলেন। এরপরই তাঁর জীবনে আসেন ভিকি কৌশল। যিনি প্রকাশ্যে মনের কথা বলে দিতে খুব একটা সময় নেননি। সেই সেলেব জুটি এখন সংসার পেতেছেন। একপ্রকার গুছিয়ে সংসারও করছেন। কখনও ভিকির প্রশংসায় ক্যাটরিনা, আবার কখনও ক্যাটরিনার প্রশংসায় ভিকি কৌশল।
তবে এবার সামনে এল এ কোন ছবি? সেলেবদের ফোনে ওয়াল পেপার কী, কাকে তাঁরা শেষ ফোন করেছেন, কাকে বেশি ফোন করে থাকেন, স্ত্রী, স্বামী কিংবা প্রেমিক-প্রেমিকার নাম কী বলে সেফ করা আছে, এমন প্রশ্ন মাঝে মধ্যেই শোনা যায়। তবে এবার ভিকি কৌশল কোন রহস্য ফাঁস করলেন? ভিকি কৌশলের ফোনে একটি বাচ্চা মেয়ের ছবি। যা তিনি নিজেই দেখালেন। তবে জানেন কি, কে এই শিশুটি? না, অন্য কেউ নয়, এই ছবি তাঁর স্ত্রীর, অর্থাৎ ক্যাটরিনা কইফের। তার ছবিই ভিকি কৌশল রেখেছে নিজের ফোনে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সুখবর শোনানোর পরই একশ্রেণি প্রশ্ন তুলতে শুরু করেছেন, এবার কবে সুখবর দেবেন এই জুটি। তার উত্তর সময়ই দেবে।