দুয়াকে রণবীরের মতো দেখতে নাকি দীপিকার মতো? চর্চা সোশ্যাল মিডিয়ায়
দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং এখন তাঁদের কন্যাসন্তান দুয়ার দেখাশোনায় ব্যস্ত। জন্মের এক বছর পর, বহুদিন মিডিয়ার সামনে থেকে দূরে রাখার পর, দীপিকা তাঁর মিষ্টি মেয়ের ঝলক দেখিয়ে চমকে দিলেন অনুরাগীদের। দীপাবলির পুজোর মুহূর্তগুলো তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এবার আলিয়া ভাট দীপিকার কন্যা দুয়ার ছবি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন।

দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং এখন তাঁদের কন্যাসন্তান দুয়ার দেখাশোনায় ব্যস্ত। জন্মের এক বছর পর, বহুদিন মিডিয়ার সামনে থেকে দূরে রাখার পর, দীপিকা তাঁর মিষ্টি মেয়ের ঝলক দেখিয়ে চমকে দিলেন অনুরাগীদের। দীপাবলির পুজোর মুহূর্তগুলো তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এবার আলিয়া ভাট দীপিকার কন্যা দুয়ার ছবি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এক সময়ে দীপিকা রণবীর কাপুেরর প্রেমে এতটাই পড়ে গিয়েছিলেন যে, নিজের ঘাড়ের কাছে রণবীরের নামের আদ্যক্ষর পর্যন্ত ট্যাটু করিয়ে ফেলেন। কিন্তু পরিণতি অন্যরকম ছিল। তাঁদের বিচ্ছেদ দীপিকাকে ভীষণভাবে আঘাত করেছিল, যা একাধিকবার প্রকাশ পেয়েছে তাঁর কথায় এবং অনুভবে। সেই শূন্যতা পূরণ করে জীবনে আসেন রণবীর সিং – যিনি দীপিকার প্রতিটি দিককে সম্মান করতেন এবং তাঁকে এক রানির মতো ভালোবাসতেন। দুয়ার ছবি দেখে ভক্তদের প্রতিক্রিয়া ছিল দারুণ আবেগঘন আর মিষ্টি।
একজন লিখেছেন, “আমি এত খুশি যে ওঁরা এটা পোস্ট করেছে! প্রথমে টুইটারে দেখে মনে হল এটা AI ইমেজ, তাই ইনস্টাগ্রামে এসে নিশ্চিত হলাম। দুয়া একেবারে দু’জনের মিশ্রণ – দীপিকার চোখ, টোল আর লম্বা গড়ন পেয়েছে, কিন্তু বেশি মিল বাবার সঙ্গেই!” আরেকজন লিখেছেন, “ওর টোল আছে! এত মিষ্টি… তিনজনকেই দারুণ লাগছে!” তৃতীয় একজন মন্তব্য করেন, “আমি ভাবতেও পারিনি ওরা দুয়ার ছবি শেয়ার করবে। প্রথমে মনে হয়েছিল AI-generated। দীপিকা সাধারণত অনেক প্রোটেক্টিভ, তাই এটা ছিল একেবারে চমক। দুয়া তো একেবারে রণবীর সিং-এর কপি! দীপিকা দারুণ মা আর রণবীর কুল বাবা।”একজন আবার হেসে লিখেছেন, “আপনে পাপা পে গয়ি হ্যায় না?”
দীপাবলির দিন দীপিকা তাঁর মেয়ের যে ছবি শেয়ার করেন, তাতে ছোট্ট দুয়া লাল রঙের আংরাখা কুর্তা আর সালোয়ারে সেজে ছিল। দীপিকা পরেছিলেন লাল কুর্তা, আর রণবীর ছিলেন ক্রিম রঙের শেরওয়ানিতে, যার সঙ্গে ছিল নেকলেসের স্তর। এই মুহূর্তগুলোই প্রমাণ করে, তারকারা পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়টাকে কতটা মূল্য দেন।
