News 9 Global Summit: ‘হয় তুমি বিয়ে কর নয়…’, একতার ওপর কোন শর্ত চাপান জিতেন্দ্র?
একতা কাপুর, যিনি মাত্র ১৯ বছর বয়সে একজন প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, এই অনুষ্ঠানের মঞ্চে উঠে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই এবার তুলে ধরলেন।

ভারতের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9 -এর আন্তর্জাতিক News 9 গ্লোবাল সামিট শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বেলা থেকে আরব আমিরশাহির দুবাইয়ে চলছে এই গ্র্যান্ড ইভেন্ট। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অনেকেই। তালিকা থেকে বাদ পড়ছেন না, বলিউড ও টেলিভিশন জগতের সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেক ওবেরয়, সুনীল শেঠি, ছোট পর্দার বিখ্যাত নির্মাতা ও প্রযোজক একতা কাপুর, নার্গিস ফাখরি প্রমুখেরা।
একতা কাপুর, যিনি মাত্র ১৯ বছর বয়সে একজন প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, এই অনুষ্ঠানের মঞ্চে উঠে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই এবার তুলে ধরলেন।
নিউজ৯ গ্লোবাল সামিটের মঞ্চে টিভি৯-এর সিইও ও এমডি বরুণ দাস একতা কাপুরকে প্রশ্ন করেন, কীভাবে এত অল্প বয়সে তিনি উদ্যোক্তা হয়ে উঠলেন, কে ছিলেন তাঁর পথপ্রদর্শক?
উত্তরে একতা বলেন: “আমার বাবা জিতেন্দ্র ‘Dolphin Telefilms’ নামে একটি কোম্পানি শুরু করেছিলেন। তার একজন পার্টনারও ছিলেন। একদিন বাবা আমাকে বললেন — ‘তোমার সামনে দুটি পথ। নয় বিয়ে কর, অথবা কাজ শুরু কর। কারণ যদি তুমি ঘরে বসে থাকো, আমি তোমার খরচ চালাব না। নিজের খরচ নিজেকেই চালাতে হবে।’ ফলে বিয়ে নয়, আমি কাজ বেছে নিয়েছিলাম।”
একতা বলেন, “আমি বিয়েতে আগ্রহী ছিলাম না, তাই কাজ শুরু করলাম। বাবার এই কথাগুলো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।” তিনি আরও বলেন, “বাবার পার্টনার তখন পিছিয়ে আসেন। তিনি বাবাকে জিজ্ঞাসা করেন, আপনি কি শুধু মেয়েকে তৈরি করতে চাইছেন? তাঁকে চাকরি দিতেই কি এই কোম্পানি খুলেছেন? এই কথাগুলো আমাকে খুব কষ্ট দিয়েছিল।”
একতা কাপুর তাঁর কেরিয়ার শুরুর লড়াই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। বলেন, “বাবা আমাকে স্পষ্ট করে বলেছিলেন, ‘আমি তোমার ওপর বিশ্বাস রাখি, আমি তোমার জন্য টাকা দিতে পারি, কিন্তু কেউ যদি রাজি না হয়, আমি তাও তোমার পাশে থাকব।’ এই বিশ্বাসই ছিল আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
তিনি জানান, ওই সময়কার সেই কথাগুলোই তাঁকে সাহস দিয়েছে, আত্মনির্ভর হতে শিখিয়েছে। এক সফল কেরিয়ারের ভিত গড়ে দিয়েছে।
