AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

News9 Global Summit: ‘আমার বিরুদ্ধে ৫০০টি মামলা…’, News9 Global Summit-এর মঞ্চে বিস্ফোরক একতা

একতা কাপুরের প্রথম সিরিয়াল ছিল ‘হাম পাঁচ’, যেটি ১৯৯৫ সালে ছোটপর্দায় সম্প্রচারিত হতো। এরপর তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিক তৈরি করে টেলিভিশন দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু করেন।

News9 Global Summit: 'আমার বিরুদ্ধে ৫০০টি মামলা...', News9 Global Summit-এর মঞ্চে বিস্ফোরক একতা
| Edited By: | Updated on: Jun 20, 2025 | 6:30 PM
Share

আন্তর্জাতিক মঞ্চে TV9 নেটওয়ার্ক। ভারতের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9-এর আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হয়েছে আরব আমিরশাহির দুবাই শহরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় টিভি প্রযোজক ও বালাজি টেলিফিল্মস-এর কর্ণধার একতা কাপুর। তিনি তাঁর ওটিটি প্ল্যাটফর্ম Alt Balaji-কে ঘিরে বিতর্ক এবং অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ নিয়ে এবার এই মঞ্চে মুখ খুললেন।

একতা কাপুরের মন্তব্য–

সামিটে TV9-এর এমডি ও সিইও বরুণ দাস একতা কাপুরকে প্রশ্ন করেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কনটেন্ট তৈরি করার সময় কখনও কি দ্বিধায় পড়তে হয়?” উত্তরে একতা বলেন, “অবশ্যই, সেই দ্বিধা সবসময় থেকেই যায়।” তিনি আরও বলেন, “আমি এমন কোনও কনটেন্ট তৈরি করি না, যাতে আমার মন সায় না দেয়। যখন বালাজি পারিবারিক কনটেন্ট তৈরি করেছিল, তখন বলা হয়েছিল আমরা সমাজকে ‘সংযম’ শেখাচ্ছি। আর যখন Alt Balaji-তে ১৮+ কনটেন্ট বানানো হল, তখন বলা হল, আমরা সমাজের ক্ষতি করছি। অথচ খুব কম মানুষ জানেন, Alt Balaji চালানোর সময় আমার বিরুদ্ধে ৫০০টি মামলা দায়ের করা হয়েছিল, যদিও এটির সঙ্গে আমি খুব অল্প সময়ই যুক্ত ছিলাম।”

প্রসঙ্গত, মাত্র ১৫ বছর বয়সে কাজ শুরু করেন একতা কাপুর। ১৯ বছর বয়সে তিনি নিজেকে একজন প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি জানান, তাঁর বাবা, প্রবীণ অভিনেতা জিতেন্দ্র, সবসময় তাঁর ওপর বিশ্বাস রেখেছিলেন এবং সেই বিশ্বাসই তাঁকে অনুপ্রাণিত করেছে এই জায়গায় পৌঁছাতে।

একতা কাপুরের প্রথম সিরিয়াল ছিল ‘হাম পাঁচ’, যেটি ১৯৯৫ সালে ছোটপর্দায় সম্প্রচারিত হতো। এরপর তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিক তৈরি করে টেলিভিশন দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু করেন। এমনও বলা হয়, তিনি হলেন সেই প্রযোজক, যিনি সর্বাধিক সংখ্যক নতুন শিল্পীকে বলিউডে সুযোগ করে দিয়েছেন।