AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উত্তমের সঙ্গে এ কাজ করলেই হবে মস্ত ভুল, শত নিষেধ অমান্য করেন সুচিত্রা

Uttam-Suchitra Controversy: উত্তেজনার পারদও থাকে বেশি কারণ ছবি হিট। এই হিট জুটি একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগতকে উপহার দিয়েছেন। যার মধ্যে অন্যতম হল সপ্তপদী।

উত্তমের সঙ্গে এ কাজ করলেই হবে মস্ত ভুল, শত নিষেধ অমান্য করেন সুচিত্রা
| Updated on: Jan 20, 2025 | 12:07 PM
Share

উত্তম কুমার, টলিপাড়ার তিনি মহানায়ক। বাংলা চলচ্চিত্র জগতে যে স্টার জুটি আজও চর্চিত, তাঁরা হলেন সুচিত্রা সেন ও উত্তম কুমার। বরাবরই সুচিত্রা সেন ও উত্তম কুমার এক ফ্রেমে আসা মানেই তা নিয়ে দর্শক মনে চর্চা থাকে তুঙ্গে। উত্তেজনার পারদও থাকে বেশি কারণ ছবি হিট। এই হিট জুটি একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগতকে উপহার দিয়েছেন। যার মধ্যে অন্যতম হল সপ্তপদী।

তবে জানেন কি, এই ছবি করতে মানা করা হয়েছিল সুচিত্রা সেনকে। কারণ হিসেবে দেখানো হয়েছিল একাধিক যুক্তি। তিনি এই ছবি করলে নাকি তাঁর চরিত্র উত্তম কুমারের চরিত্রে ঢাকা পড়ে যাবে। সেভাবে জায়গা পাবে না পর্দায়। সুচিত্রা সেনকে দীর্ঘ সময় যখন এই কথা বোঝানো হয়, তখন বেশ কিছুদিনের জন্য আটকে গিয়েছিল সমস্ত সিদ্ধান্ত। যদিও সুচিত্রা সেন ফেরাননি রমা ব্রাউন চরিত্র। যেখানে তাঁর ও উত্তম কুমারের সম্পর্ক বারবার দর্শক মনে ঝড় তুলেছে। বারবার চর্চিত।

বাইকে করে তাঁর ও সুচিত্রা সেনেই সেই আইকনিক দৃশ্য, যে গান আজও বাঙালির কাছে রোম্যান্সের অন্যতম সুর, সেই ছবিই হয়তো হত না। উত্তম সুচিত্রা জুটি, যা বাঙালি দর্শকদের কাছে নস্ট্যালজিয়া। যুগে যুগে কালে কালে এই জুটির গ্রহণযোগ্যতা থেকেই যাবে। তাঁরা স্বর্ণযুগের রূপলী পর্দার মহানায়ক-মহানায়িকা। যাঁদের পর্দায় দেখা মানেই শত শত দর্শক মনে ঝড়। সিনেমাহলে হাউসফুল বোর্ড। বাংলা ছবির সেই অধ্যায় ইতিহাস হয়েই থেকে গিয়েছে নানা জানা-অজানা গল্প হয়ে।