Fardeen Khan: মিথ্যে মৃত্যুর খবরে বিব্রত তিনি, কেন বলছেন ফারদিন খান?
Fardeen Khan: নিজের আবার পর্দায় ফিরে আসার খবর জানাতে গিয়ে আরও একটি খবরও তিনি জানান। তাঁকে দুবার মিথ্যে খবরের মুখেমুখি হতে হয়।
আবার অভিনয় জগতে ফিরছেন ফারদিন খান। ফিরোজ খান পুত্র কামব্যাক করছেন হরর ছবি ‘বিস্ফোট’ দিয়ে। তাঁকে শেষবার পর্দায় দেখা যায় ২০১০ সালে ‘দুলহা মিল গেয়া’ ছবিতে। সেই ছবিতে অভিনয় করেন সুস্মিতা সেনও।
নিজের আবার পর্দায় ফিরে আসার খবর জানাতে গিয়ে আরও একটি খবরও তিনি জানান। তাঁকে দু’বার মিথ্যে মৃত্যুর খবরের মুখেমুখি হতে হয়। এই খবর তাঁর মা শুনলে হার্ট অ্যার্টাক করে মারাই যেতেন। তিনি নাকি মারা গিয়েছেন! এমন গুজব একবার নয়, দুবার রটে। খবর প্রকাশ পায় তিনি নাকি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এমন ধরনের দায়িত্বজ্ঞানহীন খবর যাঁরা রটায়, তাঁদের উপর তিনি খুবই ক্ষিপ্ত স্বভাবতই। তিনি বলেন, এই খবর যদি তাঁর মা দেখতেন বা শুনতেন, তাহলে হার্ট অ্যার্টাক করে মারাই যেতেন। কিংবা তাঁর স্ত্রী বা বন্ধুবান্ধব জানলেন কী অবস্থায় পড়তেন তা ভাবতেই পারছেন না।
অর্জুন রামপাল, যিনি প্রথম তাঁকে ম্যাসেজ করে জানতে চান, ‘তিনি ঠিক আছেন’ কিনা। খবরে সত্যতা যাচাই করতে তিনি এটা করেছিলেন বলেই সত্যিটা সামনে আসে। নইলে তিনি জানতেই পারতেন না। যাই হোক তিনি সুস্থ আছেন। আর খুব তাড়াতাড়ি তাঁকে পর্দায় দেখা যাবে। তিনি তা আশ্বস্ত করেছেন। ‘বিস্ফোট’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন রীতেশ দেশমুখ, প্রিয়া বাপট প্রমুখ।
আরও পড়ুন-Exclusive-Saswata Chattopadhyay: বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই: শাশ্বত চট্টোপাধ্যায়
আরও পড়ুন-Shah Rukh-Deepika Padukone: বিদায় জানাতে চলেছেন স্পেনকে শাহরুখ-দীপিকা!