AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বর্তমান বলিউড নিয়ে একরাশ ক্ষোভ ফরিদার, চাঁচাছোলা ভাষায় কেন করলেন আক্রমণ?

Farida Jalal: "ওরা খুব তাড়াতাড়ি আনুগত্য পাল্টায়," এমন একটি কথা করণ জোহর সম্পর্কে বলেছেন ফরিদা। যে করণের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে ফরিদাকে দেখা গিয়েছিল শাহরুখ খানের মায়ের চরিত্রে। পরবর্তীকালে সেই ফরিদাকে আর কোনও ছবিতেই কাস্ট করেননি করণ।

বর্তমান বলিউড নিয়ে একরাশ ক্ষোভ ফরিদার, চাঁচাছোলা ভাষায় কেন করলেন আক্রমণ?
ফরিদা জালাল।
| Updated on: Jul 19, 2024 | 11:11 AM
Share

৯০-এর কিছু হিন্দি ছবি তাঁকে ছাড়া হয়নি। সেই সময়কার ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন ফরিদা জালাল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ কিংবা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফরিদা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমাকে ছাড়া অনেক ছবি তৈরিই হত না সেই সময়। করণ জোহরের বাবা যশ জোহার ছিলেন ঈশ্বরতুল্য মানুষ। নিজে ফোন করে আমায় বলতেন, হিরোর চরিত্র পরে লেখা হবে, আগে তোমার চরিত্র ফরিদা।” পরবর্তীকালে করণ জোহার যে তাঁকে ভুলে গিয়েছেন, তা নিয়ে অনেক ক্ষোভ ফরিদার মনে। খুবই দুঃখ করেছেন তিনি।

“ওরা খুব তাড়াতাড়ি আনুগত্য পাল্টায়,” এমন একটি কথা করণ সম্পর্কে বলেছেন ফরিদা। যে করণের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ফরিদাকে দেখা গিয়েছিল শাহরুখ খানের মায়ের চরিত্রে। পরবর্তীকালে সেই ফরিদাকে আর কোনও ছবিতে কাস্ট করেননি করণ। মনের দুঃখ প্রকাশ করে ফরিদা বলেছিলেন, “এখন তো আর আমাকে ডাকে না করণ। আসলে ওরা খুব তাড়াতাড়ি লয়ালটি পাল্টে ফেলে। নইলে আমাকে ছাড়া কোনও ছবি তৈরিই করতেন না করণের বাবা যশ জোহর।”

সাক্ষাৎকারে রানি মুখোপাধ্যায়ের স্বামী আদিত্য চোপড়ার প্রশংসা করেছিলেন ফরিদা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজলের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর জন্য দারুণ সুন্দর একটি স্ক্রিপ্ট তৈরি করেছিলেন আদিত্য। ফরিদা বলেছিলেন, “ওরা নিজেরা বসে স্ক্রিপ্ট লিখত। প্রত্যেকটা শব্দ ওদের নিজেদের ছিল। এমনকী, গানের ক্ষেত্রেও নিজস্বতা বজায় রাখত। করণ এবং আদিত্য দু’জনেই মন দিয়ে কাজ করেছিল। তাই ওরকম ছবি আর দ্বিতীয়টি হয়নি। এখন তো লোককে দিয়ে ওরা কাজ করায়। সেই সময় কিছু সিন পড়ে আমার চোখ থেকে জল চলে এসেছিল। খালি ভাবতাম, কখন সিনগুলোয় অভিনয় করব।”