Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত ফতিমাকে বাড়ির খাবার পাঠালেন কোন অভিনেতা?

কয়েক দিন আগেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানান ফতিমা। তিনি লিখেছিলেন, ‘আমার কোভিড ১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ। এই মুহূর্তে সব নিয়ম মেনে চলছি।’

করোনা আক্রান্ত ফতিমাকে বাড়ির খাবার পাঠালেন কোন অভিনেতা?
ফতিমা সানা শেখ।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 10:31 AM

করোনা আক্রান্ত বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) গৃহবন্দি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এর মধ্যেই তাঁর জন্য যত্ন করে বাড়ির খাবার তৈরি করে পাঠালেন বলিউডের এক সিনিয়র অভিনেতা। ফতিমাকে রীতিমতো প্যাম্পার করলেন তিনি। জানেন, তিনি কে?

সোশ্যাল মিডিয়ায় সেই অভিনেতার পাঠানোর খাবারের ছবি শেয়ার করেছেন ফতিমা। ভাত, রুটি, সবজি, মিষ্টি পাঠিয়েছিলেন তিনি। ফতিমা লিখেছেন, ‘তুমি সেরা। এত সুন্দর বাড়ির খাবার পাঠানোর জন্য অনেক ধন্যবাদ।’ সেই সিনিয়র অভিনেতা হলেন অনিল কাপুর (Anil Kapoor)।

বলিউড সূত্রে খবর, অনিল কাপুর এবং ফতিমা একসঙ্গে একটি ছবির শুটিং করছিলেন রাজস্থানে। এই ছবির নাম এখনও ঠিক হয়নি। এই ছবিটি করতে গিয়েই অনিলের সঙ্গে আলাপ ফতিমার। এই ছবিতে থাকতে পারেন অনিলের ছেলে হর্ষবর্ধন কাপুরও।

food

ফতিমার শেয়ার করা ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।

কয়েক দিন আগেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানান ফতিমা। তিনি লিখেছিলেন, ‘আমার কোভিড ১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ। এই মুহূর্তে সব নিয়ম মেনে চলছি। নিজেকে সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রেখেছি। আপনাদের সকলের প্রার্থনা, ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। দয়া করে সুস্থ থাকুন।’

২০১৬-এ মুক্তি পেয়েছিল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। সে ছবিতে অভিনয় করেই দর্শকের ঘরে ঘরে পরিচিত পান তিনি। এরপর ‘থাগস অব হিন্দোস্তান’, ‘লুডো’, ‘সূরজ পে মঙ্গল ভারী’র মতো ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। এ হেন ফতিমার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য সোশ্যাল ওয়ালেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অসংখ্য অনুরাগী।

আরও পড়ুন, করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ি, ভর্তি হাসপাতালে

চলতি মাসেই বলিউডে একের পর এক অভিনেতাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমির খান, মনোজ বাজপেয়ী, কার্তিক আরিয়ান, বিক্রান্ত মেসি, রণবীর কাপুর, বাপ্পি লাহিড়ির মতো তারকারা আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই সোশ্যাল ওয়ালে অসুস্থতার খবর শেয়ার করেছেন। যাতে কর্মসূত্রে তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিরা নিজেরা সচেতন হতে পারেন।