Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুলাই মাসের অপেক্ষায় হরভজনের স্ত্রী গীতা বসরা! কেন?

গীতা বসরার জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার শহরে । কম বয়সেই তিনি অভিনয়ের জন্য স্বপ্নের শহর মুম্বইয়ে চলে এসেছিলেন।

জুলাই মাসের অপেক্ষায় হরভজনের স্ত্রী গীতা বসরা! কেন?
গীতা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2021 | 5:44 PM

আগামী জুলাই মাসে তাঁদের জীবনে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। ক্রিকেটার এবং অভিনেত্রী দু’জনে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সুসংবাদটি ঘোষণা করেন। গীতা পোস্ট করেছেন একটি ছবিও তাতে রয়েছেন হরভজন, গীতা এবং তাঁদের ‘কিউট’মেয়ে। ছবিতে হিনায়া (কন্যা) একটি টি-শার্ট নিয়ে পোজ দিয়েছে। তাতে লেখা আছে, ‘শীঘ্রই… বোন হতে হবে।’

আরও পড়ুন ভিডিয়ো: রোববার সকালে জিমে কাকে ‘ইমপ্রেস’ করতে চাইছেন অর্জুন?

এবং আরও একটি ছবিতে মেয়ে তাঁর মায়ের পেটে চুমু দিচ্ছে। ‘ট্রেন’-এর অভিনেত্রী সংক্ষিপ্ত অথচ সহজভাবে সুসংবাদটি জানিয়েছেন। গীতা লেখেন ‘শীঘ্রই আসছে…। জুলাই ২০২১’।

গতকালই ছিল গীতার জন্মদিন। সেলিব্রেটও করেছেন তিনি। ইমরান হাশমির বিপরীতে ‘দিল দিয়া হ্যায়’ এবং ‘দ্য ট্রেন’-এর মাধ্যমে হিন্দি ফিল্ম জগতে আত্মপ্রকাশ করেছিলেন গীতা। পরে একটি মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছিল তাঁকে।

গীতা বসরার জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার শহরে । কম বয়সেই তিনি অভিনয়ের জন্য স্বপ্নের শহর মুম্বইয়ে চলে এসেছিলেন। গীতা নিজেকে ‘এক দো তিন’ গার্ল  মানে মাধুরী দীক্ষিতের ডাই হার্ড ফ্যান মনে করেন। এবং তাঁর মতোই তিনি সুন্দর নাচেন। তিনি মাধুরীর মতো করে পোশাক পরতেন এবং আয়নার সামনে পোজ দিয়ে দাঁড়াতেন। প্রায় তিন বছর ডেট করার পর ২০১৫ সালে হরভজনের সঙ্গে এবং গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী গীতা বসরা। ২০১৬ সালে প্রথম কন্যা সন্তান হিনায়ার জন্ম। ৩৭ বছর বয়সে ফিল্ম জগতের শোবিজ আলো থেকে সরে আসেন গীতা।