হাসপাতাল থেকে সোজা স্টুডিও গিয়ে গান রেকর্ড করেন গীতা দত্ত, কী হয়েছিল?
গীতা দত্তের জীবনের শেষ গান ছিল ' মেরি জান মুঝে জান না কাহো মেরি জাঁ....'। বাসু ভট্টাচার্য্যের পরিচালিত অনুভব ছবির জন্য রেকর্ড করা হয়েছিল এই গান।

গীতা দত্তের গান শ্রোতাদের কানে মিছরির মত এখনও রয়ে গিয়েছে। খুব অল্প বয়সেই গীতা দত্তের মৃত্যু হয়। সারাজীবনে নানা ভাষায় প্রায় ১৪১৭ টি গান গেয়েছেন ।গীতা দত্তের জীবনের শেষ গান অনুভব ছবির জন্য গিয়েছিলেন। শোনা যায় জীবনের শেষ গান রেকর্ড করতে তিনি হসপিটাল থেকে সোজা পৌঁছন রেকর্ডিং স্টুডিওতে। ১৯৭১ সালে অসুস্থ হয়ে পড়েন গীতা দত্ত। তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময়ই সংগীত পরিচালক কানু রায় ‘অনুভব’ ছবির জন্য সঙ্গীত করছিলেন। সম্পর্কে কানু রায় ছিলেন গীতা দত্তের ভাই । তাঁর এই গান রেকর্ড করার জন্য হাসপাতাল থেকে সোজা রেকর্ডিং স্টুডিও পৌঁছন গীতা দত্ত। সেখানেই অল্প সময়ের মধ্যে গানের রিহারস্যাল করে গানটি রেকর্ড করেন। সেই রেকর্ডিং এ উপস্থিত ছিলেন লেখক গুলজার । গানের কলি লিখেছিলেন গুলজার। গানটি ছিল ‘ মারি জান মুঝে জান না কাহো মেরি জাঁ….’। শোনা যায় এই গান গাওয়ার কিছুদিন পরই তাঁর মৃত্যু হয় । আর এই গানটি গীতা দত্তের জীবনের শেষ গান হয়ে যায়। সিনেমায় এই গানটি চিত্রায়িত করা হয়েছিল অভিনেত্রী তনুজা ও সঞ্জীব কুমারের উপর। অনুভব ছবির পরিচালক ছিলেন বাসু ভট্টাচার্য্য। ছবিটি যেমন হিট করে, তেমনি হিট করে ছবির গান।
গীতা দত্ত প্রথম প্লেব্যাক গায়িকা হিসেবে সুযোগ পান ‘ভক্ত প্রহ্লাদ ‘ ছবির গান দিয়ে। গীতা দত্তের গলায় বহু পপুলার গান রয়েছে, যা এখনও স্বর্ণ যুগের গান হিসেবে জনপ্রিয়। সুচিত্রা সেন থেকে মধুবালা সকলের জন্য গান গেয়েছেন গায়িকা গীতা দত্ত। ছায়াছবির গান থেকে আধুনিক গান সবেতেই গীতা দত্তের গান আজও উজ্জ্বল ।
