কার গভীর প্রেমে আজীবন সংসারী হলেন না হৈমন্তী শুক্লা? মুখ খুললেন…
Haimanti Sukla: সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর ছাত্রছাত্রীরা। এঁদের অনেকেই তাঁকে ডাকেন মা বলে। কে বলেছে জন্ম দিলেই মা হওয়া যায়?

১৯৭২ সালে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। ২০২৪-এ এসেও সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তিনি অর্থাৎ হৈমন্তী শুক্লা। এক গান হাসি, কপালে বড় টিপ মানুষটাকে ভালবাসার সংখ্যা নেহাত কম নয়। আর তিনি? আজীবন সংসারী না হওয়ার মানুষটার জীবনে কি কোনওদিন এসেছিল প্রেম? এসেছিলেন প্রেমিক? সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে জীবনের নানা কথা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করে নিলেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।
তিনি বলেন, “গান ছাড়া আমার কিছুই ভাল লাগে না। গানটার সঙ্গেই গভীর প্রেম, আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।” রচনা প্রশ্ন করেছিলেন তাঁকে, জিজ্ঞাসা করেছিলেন, “কখনও মনে হয়নি সংসার করলাম না?” উত্তরে হৈমন্তী বলেন, “না, কখনও না, কেন আমার বর হল না, ছেলেপুলে হল না, এ সব মনে হয়নি। আসলে আমার এত ছেলেপুলে যে লোককে আমাকে মা বলে ডাকে।”
সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর ছাত্রছাত্রীরা। এঁদের অনেকেই তাঁকে ডাকেন মা বলে। কে বলেছে জন্ম দিলেই মা হওয়া যায়? তা মিথ্যে প্রমাণ করেছেন গায়িকা নিজেই। এ তো গেল বিয়ে-সন্তানের কথা। আর প্রেম? তাও কি কোনওদিন আসেনি তাঁর জীবনে? হৈমন্তী জানিয়েছেন তাঁর প্রেমিকের কথা। তিনি বলেন, “কেউ হয়তো ভালবেসেছে। আমি বুঝতে পারিনি। অনেকেই আমায় জিজ্ঞাসা করেন, তুমি এত ভালবাসার গানগুলো কাকে ভেবে গাও? আমি তখন উত্তর দিই ওই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায় তখন।” তাঁর কথা খিলখিল করে হেসে ফেলেন রচনাও। আসলে তিনি মানুষটা যে এমনই– সহজ, সরল, সাদামাঠা।
View this post on Instagram





