Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রিসেপশনে দীপিকা-রণবীরের অনুকরণেই কি সাজলেন আদিত্য-শ্বেতা?

| Updated on: Dec 03, 2020 | 5:43 PM
বিয়ে ছিল ছিমছাম। কিন্তু রিসেপশনে দেখা গেল ঠিক উল্টো। বসল চাঁদের হাট। উপস্থিত হলেন বলিউডের নামিদামী তারকারা। কথা হচ্ছে সাম্প্রতিক কালে বলিউডের অন্যতম হেভিওয়েট রিসেপশনের। আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল।

বিয়ে ছিল ছিমছাম। কিন্তু রিসেপশনে দেখা গেল ঠিক উল্টো। বসল চাঁদের হাট। উপস্থিত হলেন বলিউডের নামিদামী তারকারা। কথা হচ্ছে সাম্প্রতিক কালে বলিউডের অন্যতম হেভিওয়েট রিসেপশনের। আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল।

1 / 7
মঙ্গলবার মুম্বইয়ের ইসকন মন্দিরে ছিমছাপ বিয়ে সারার পর বুধবার বসেছিল আদিত্য এবং শ্বেতার রিসেপশন পার্টি। বিয়েতে আদিত্য এবং শ্বেতার 'লুক' মনে করিয়ে দিচ্ছিল বিয়ের দিনে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সাজকে।

মঙ্গলবার মুম্বইয়ের ইসকন মন্দিরে ছিমছাপ বিয়ে সারার পর বুধবার বসেছিল আদিত্য এবং শ্বেতার রিসেপশন পার্টি। বিয়েতে আদিত্য এবং শ্বেতার 'লুক' মনে করিয়ে দিচ্ছিল বিয়ের দিনে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সাজকে।

2 / 7
আদিত্য পরেছিলেন কালো রঙের স্যুট। তবে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন শ্বেতা। তিনি পরেছিলেন উজ্জ্বল লাল রঙের গাউন। মেকআপ ছিল হাল্কা। ছিল স্মোকি আইজ। আর মেকআপের হাল্কা টাচ।

আদিত্য পরেছিলেন কালো রঙের স্যুট। তবে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন শ্বেতা। তিনি পরেছিলেন উজ্জ্বল লাল রঙের গাউন। মেকআপ ছিল হাল্কা। ছিল স্মোকি আইজ। আর মেকআপের হাল্কা টাচ।

3 / 7
বিয়েতে জমিয়ে নেচেছিলেন আদিত্য। রিসেপশনেও তার অন্যথা হল না। স্ত্রী শ্বেতার সঙ্গে আদিত্যকে দেখা গেল রোমান্টিক অবতারে।

বিয়েতে জমিয়ে নেচেছিলেন আদিত্য। রিসেপশনেও তার অন্যথা হল না। স্ত্রী শ্বেতার সঙ্গে আদিত্যকে দেখা গেল রোমান্টিক অবতারে।

4 / 7
বাদ গেলেন না উদিত নারায়ণ এবং স্ত্রী দীপা নারায়ণও। ছেলের বিয়েতে 'বোলে চুড়িয়া' গানের সঙ্গে জমিয়ে নাচলেন দু'জনে। ছেলের মতো বাবা উদিত নারায়ণও পরেছিলেন কালো রঙের ব্লেজার।

বাদ গেলেন না উদিত নারায়ণ এবং স্ত্রী দীপা নারায়ণও। ছেলের বিয়েতে 'বোলে চুড়িয়া' গানের সঙ্গে জমিয়ে নাচলেন দু'জনে। ছেলের মতো বাবা উদিত নারায়ণও পরেছিলেন কালো রঙের ব্লেজার।

5 / 7
আদিত্য-শ্বেতার রিসেপশনে সপরিবারে উপস্থিত ছিলেন গোবিন্দা। ছিলেন মাদক কাণ্ডে সদ্য জামিনে মুক্ত কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ।

আদিত্য-শ্বেতার রিসেপশনে সপরিবারে উপস্থিত ছিলেন গোবিন্দা। ছিলেন মাদক কাণ্ডে সদ্য জামিনে মুক্ত কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ।

6 / 7
শ্বেতার সঙ্গে আদিত্যর আলাপ প্রায় দশ বছর আগে। 'শাপিত' ছবির সেটে। ওই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং সবশেষে বিয়ে, যা পরিণতি পেল গতকালেই।

শ্বেতার সঙ্গে আদিত্যর আলাপ প্রায় দশ বছর আগে। 'শাপিত' ছবির সেটে। ওই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং সবশেষে বিয়ে, যা পরিণতি পেল গতকালেই।

7 / 7
Follow Us: