AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ষাটের দোরগড়ায় এ আর রহমান, সুরকারের সম্পত্তির পরিমাণ জানেন?

অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমানের জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বিস্তৃত। তবে কেবল সুরের জগতেই নয়, অর্থবিত্তের দিক থেকেও তিনি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১০০ কোটি টাকা।

ষাটের দোরগড়ায় এ আর রহমান, সুরকারের সম্পত্তির পরিমাণ জানেন?
| Updated on: Jan 06, 2026 | 2:56 PM
Share

৬ জানুয়ারি, ঊনষাটে পা দিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সম্প্রতি স্ত্রী সায়রার সঙ্গে বিচ্ছেদের ঘটনায় শিরোনাম কেড়ে নিয়েছিলেন রহমান। একের পর এক সুপারহিট সুর দিয়ে তিনি মাদ্রাজ মোজার্ট। জানেন রহমানের সম্পত্তির পরিমাণ কত?

দশকের পর দশক ধরে নিজের সুরের জাদুতে বিশ্ববাসীকে মোহিত করে রেখেছেন তিনি। অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমানের জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বিস্তৃত। তবে কেবল সুরের জগতেই নয়, অর্থবিত্তের দিক থেকেও তিনি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১০০ কোটি টাকা। চেন্নাই থেকে লস অ্যাঞ্জেলেস— ছড়িয়ে থাকা তাঁর বিলাসবহুল বাংলো, দামি গাড়ির সংগ্রহ আর অত্যাধুনিক মিউজিক স্টুডিওর খবর শুনলে যে কেউ চমকে উঠবেন।

চলুন দেখে নেওয়া যাক ‘মোজার্ট অফ মাদ্রাজ’-এর রাজকীয় জীবনের কিছু ঝলক:

জি-কিউ (GQ)-এর রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে রহমানের একটি বিশাল বাংলো রয়েছে। এই বাড়িতে রয়েছে একাধিক শয়নকক্ষ, বিশাল ডাইনিং স্পেস এবং বিনোদনের জন্য আলাদা জোন। তবে বাড়ির প্রধান আকর্ষণ হলো একটি অত্যাধুনিক মিউজিক স্টুডিও। বাড়ির প্রতিটি কোণ অত্যন্ত আভিজাত্য ও রুচিশীলতার সাথে সাজানো।

বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবির পাশাপাশি রহমানকে নিয়মিত হলিউডের কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়। সেই সুবিধার্থে লস অ্যাঞ্জেলেসেও তাঁর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখানেও তিনি তৈরি করেছেন স্টেট-অফ-দ্য-আর্ট মিউজিক স্টুডিও, যাতে সফরের মাঝেও তাঁর কাজে কোনো ব্যাঘাত না ঘটে।

রহমানের নিজস্ব ‘এএম মিউজিক স্টুডিও’ (AM Musiq Studios) রয়েছে মুম্বই, লন্ডন এবং লস অ্যাঞ্জেলেসে। এই স্টুডিওগুলো কেবল তাঁর নিজের কাজের জন্য নয়, তাঁর বন্ধু ও সহ-সংগীতশিল্পীদের ব্যবহারের জন্যও সবসময় উন্মুক্ত থাকে।

সংগীত পরিচালকের ওয়েবসাইট অনুযায়ী, রহমানের গ্যারেজে সাজানো রয়েছে বিশ্বের সেরা সব ব্র্যান্ডের গাড়ি। তাঁর সংগ্রহের মধ্যে রয়েছে:

ভলভো এসইউভি (Volvo SUV): যার বাজারমূল্য প্রায় ৯৩.৮৭ লক্ষ টাকা।

জাগুয়ার (Jaguar): যার দাম প্রায় ১.০৮ কোটি টাকা।

মার্সিডিজ (Mercedes): যার ক্লাসিক মডেলটির দাম প্রায় ২.৮৬ কোটি টাকা।

মোট সম্পত্তির পরিমাণ

বিভিন্ন সূত্র এবং ‘সেলিব্রিটি নেট ওয়ার্থ’-এর তথ্য অনুযায়ী, এ আর রহমানের মোট সম্পত্তির পরিমাণ ২৮০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১০০ কোটি টাকার সমান। স্টেজ শো, সিনেমার সংগীত পরিচালনা এবং রয়্যালটি থেকেই তাঁর আয়ের সিংহভাগ আসে।