AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ মামলায় আইনি প্যাঁচে AERO-রাও, এবার কমিশনের কাছে চিঠি

SIR In WB: সূত্রের দাবি, পূর্ববর্তী SIR-এ যেসব ভোটারের সঙ্গে লিঙ্কেজ ছিল, তাঁদের অনেককেই নতুন করে ‘নো ম্যাপিং’ কেস হিসেবে ধরে শুনানির নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিটি AERO-র উপর গড়ে ৩,০০০–৪,০০০টি মামলার বোঝা চাপানো হয়েছে।

SIR: ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ মামলায় আইনি প্যাঁচে AERO-রাও, এবার কমিশনের কাছে চিঠি
সমস্যায় পড়েছেন AEROImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 12:53 PM
Share

কলকাতা:  বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে চাপে ব্লক স্তরের নির্বাচন আধিকারিকরা। মূলত রাজ্যের অ‍্যসিস্ট‍্যান্ট প্রোগাম অফিসারেরা সহকারি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ AERO হিসাবে কাজ করছেন। আর তাঁরাই এ বার সিইও-কে চিঠি দিলেন। অস্পষ্ট নির্দেশে গণহারে ভোটার বাদ পড়ার আশঙ্কা করে তাঁদের এই চিঠি । চিঠিতে তাঁদের অভিযোগ, রাজ্যে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ মামলার বিষয়ে কোনও স্পষ্ট লিখিত নির্দেশিকা না থাকায় তাঁরা গুরুতর প্রশাসনিক ও আইনি সমস্যার মুখে পড়ছেন তাঁরা।

সূত্রের দাবি, পূর্ববর্তী SIR-এ যেসব ভোটারের সঙ্গে লিঙ্কেজ ছিল, তাঁদের অনেককেই নতুন করে ‘নো ম্যাপিং’ কেস হিসেবে ধরে শুনানির নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিটি AERO-র উপর গড়ে ৩,০০০–৪,০০০টি মামলার বোঝা চাপানো হয়েছে। জানুয়ারি মাস জুড়ে অন্যান্য শুনানি চলায় ৭ ফেব্রুয়ারির মধ্যে এই বিপুল সংখ্যক মামলায় ন্যায্য শুনানি কার্যত অসম্ভব বলে মত আধিকারিকদের।

এছাড়া গ্রহণযোগ্য নথি নিয়েও বিভ্রান্তি রয়েছে। সরকারি নির্দেশে একাধিক নথি অনুমোদিত থাকলেও, মাঠপর্যায়ে মৌখিক ও হোয়াটসঅ্যাপ নির্দেশে তা সীমিত করা হচ্ছে বলে অভিযোগ।

আধিকারিকদের আশঙ্কা, এতে গণহারে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়তে পারে। তাঁরা দ্রুত স্পষ্ট লিখিত নির্দেশ ও বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য়, ‘Logical Discrepancies’ অর্থাৎ তথ্যগত গড়মিল। এনুমারেশন ফর্মে দেওয়া তথ্যে সমস্যা রয়েছে, এই হেতু দেখিয়ে আবার ভোটারদের হিয়ারিংয়ের নোটিস পাঠানো হচ্ছে। প্রথম থেকেই অভিষেক অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ১ কোটি ৩৩ লক্ষ ভোটারের নাম ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত গরমিলের অজুহাতে সন্দেহজনক তালিকায় রেখেছে। সেই তালিকা প্রকাশের দাবি আগেই করেছিলেন অভিষেক। এবার তিনি বুঝিয়ে দিলেন ‘ব্যাকএন্ডসে’ এর কাজ চলছে!