করিনাকে কী নামে ডাকেন সারা আলি খান?

করিনাকে ‘ আন্টি’ বলে ডাকা উচিৎ সারার? ধন্ধে পড়েছিলেন সারা।এমনকী বাবা সইফকে জিজ্ঞেসও করেছিলেন তিনি “আমার কি করিনাকে আন্টি বলে ডাকা উচিৎ?” উত্তরে কী বললেন বাবা সইফ?

করিনাকে কী নামে ডাকেন সারা আলি খান?
বাঁ দিকে সারা আলি খান এবং ডান দিকে করিনা-সইফ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2020 | 7:33 PM

TV9 বাংলা ডিজিটাল : সারা আলি খান (Sara Ali Khan) এবং করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) মধ্যে সম্পর্ক বেশ ভালই। ‘বেবো’র ব্যাপারে সারা বরং একটু বেশিই ‘ভোকাল’। ওরা যে কত ভাল সম্পর্ক শেয়ার করেন সেই কথা সারা সব সময়েই বলেন। কিন্তু প্রথম দিকে একটু ধন্ধেই ছিলেন তিনি। না, সম্পর্ক নিয়ে নয়, বরং করিনাকে কী বলে ডাকবেন সেই নিয়েই প্রশ্ন ছিল সারার। সারাকরিনা প্রথম থেকেই ভাল বন্ধু, কিন্তু করিনা যে আবার বাবা সইফ আলি খানের (Saif Ali Khan) দ্বিতীয় স্ত্রীও! তাহলে কি করিনাকে ‘আন্টি’ বলে ডাকা উচিৎ সারার? ধন্ধে পড়েছিলেন সারা। এমনকি বাবাকে জিজ্ঞেসও করেছিলেন তিনি, “আমার কি করিনাকে আন্টি বলে ডাকা উচিৎ?” উত্তরে কী বলেন সইফ?

ফি উইথ করণ’এ গিয়ে সারা জানিয়েছিলেন, এটা নিয়ে নাকি কোনও সমস্যাই ছিল না তাঁদের। করিনা নিজে সারাকে বলেছিলেন “দেখো, তোমার নিজের একজন মা রয়েছেন, আমরা বরং বন্ধু হই।” সইফও করিনাকে ‘দ্বিতীয় মা’ হিসাবে ভাবতে বারণ করে দিয়েছিলেন সারাকে। সেই শুনে করণ প্রশ্ন করেন, “সইফ যদি করিনাকে ‘ছোট মা’ বলে ডাকতে বলতেন, তখন?” সারার সাফ উত্তর ছিল, ওই ডাক শুনে করিনার নিশ্চয়ই নার্ভাস ব্রেক ডাউন হত!

বু প্রথম দিকে একটা ধন্ধ থেকেই গিয়েছিল সারার মনে। সেই ধন্ধ পুরোপুরি কাটিয়ে দেন বাবা সইফ আলি খান নিজে। সারা জানিয়েছেন, সইফ করিনাকে ‘আন্টি’ বলে ডাকতে পরিষ্কার বারণ করেছেন। তাহলে কী বলে ডাকেন সারা করিনাকে এখন? সারা জানিয়েছেন, করিনাকে কখনও উনি শুধু ‘কে’(K) বা ‘করিনা’ বলেই ডাকেন এখন।