AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বালিশ ভর্তি চুল, ক্যানসার আক্রান্ত হিনার লড়াই চোখে জল আনবে…

Hina Khan: ক্যানসার চিকিৎসার কঠিন সময় দিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান। কিন্তু তাঁর মুখে বিষণ্ণতা নেই। সব যন্ত্রণা হাসি মুখে সইতে শুরু করেছেন। লড়াই করার এই অদম্য মনোভাব আরও অনেক ক্যানসার আক্রান্তের অনুপ্রেরণা হতে পারে।

বালিশ ভর্তি চুল, ক্যানসার আক্রান্ত হিনার লড়াই চোখে জল আনবে...
হিনা খান।
Follow Us:
| Updated on: Aug 02, 2024 | 12:18 PM

স্তন ক্যানসারে আক্রান্ত হিন্দি সিরিয়ালের অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় স্টেজ তাঁর। শুরু হয়েছে চিকিৎসা। কেমো থেরাপি করানোর আগে লম্বা চুল কেটে ছোট করে ফেলেছিলেন হিনা। সেই চুলও ঝরছে অভিনেত্রীর। মানসিক অবসাদও গ্রাস করছে তাঁকে। কিন্তু হিনা ফাইটার। সকল হতাশার মোকাবিলা করছেন সাহসের সঙ্গে। এই কঠিন সময়ে তাঁর হাত ধরে রেখেছেন প্রেমিক ও পরিবার।

কেমো থেরাপির পর বাড়িতে বসে থাকছেন না হিনা। শুটিং করতে যাচ্ছেন। কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছেন অভিনেত্রী। সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে, বালিশ ভর্তি লেগে তাঁর মাথার চুল। কেশপ্রেমী হিনা সোশাল মিডিয়ায় স্টোরি পোস্ট করে লিখেছেন, “চুল কেটে ফেলেছিলাম ছোট করে। ভালই লাগছিল বিষয়টা। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব। এখন এই কাটটাকে আলবিদা জানাতেই হচ্ছে।” পিক্সি কাট চুল পুরোপুরি ছেটে ফেলে ন্যাড়়া হয়ে গিয়েছেন হিনা।

ক্যানসার হওয়ার কথা সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন হিনা। জানিয়েছিলেন, তিনি ভেঙে পড়েননি। তাঁর ক্যানসারের কথা শুনে ভীষণই দুশ্চিতা প্রকাশ করেছিলেন অনুরাগীরা। কিন্তু হাসি মুখে হিনা তাঁদের আশ্বস্ত করে বলেছেন, “আমি ভাল আছি। দুশ্চিন্তা করবেন না।”