মায়ের মৃত্যুর ১০ মাস পার, অঞ্জনার জন্মদিন কী ভাবে পালন করলেন নীলাঞ্জনা?
২০২৪ সালে তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। কাছের মানুষকে হারিয়েছেন। সম্পর্কের সমীকরণ বদলেছে। কথা হচ্ছে নীলাঞ্জনা সেনগুপ্তর। তবে তিনি এখন আর সেনগুপ্ত পদবী ব্যবহার করেন না। চলতি বছরেই মাকে হারিয়েছেন নীলাঞ্জনা। বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন।
২০২৪ সালে তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। কাছের মানুষকে হারিয়েছেন। সম্পর্কের সমীকরণ বদলেছে। কথা হচ্ছে নীলাঞ্জনা সেনগুপ্তর। তবে তিনি এখন আর সেনগুপ্ত পদবী ব্যবহার করেন না। চলতি বছরেই মাকে হারিয়েছেন নীলাঞ্জনা। বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার ছিল প্রয়াত অভিনেত্রীর জন্মবার্ষিকী। এই দিনটা বিশেষ ভাবে উদযাপন করলেন নীলাঞ্জনা তাঁর দুই মেয়ে সারা সেনগুপ্ত , জারা সেনগুপ্ত এবং চন্দনা শর্মা। সমাজমাধ্যমের পাতায় সেই ছবিই পোস্ট করলেন নীলাঞ্জনা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। শেষে বড় মেয়ের কাছেই ছিলেন মূলত। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।”
উল্লেখ্য, স্টুডিয়ো পাড়ায় ফিসফাস মায়ের মৃত্যুর পরেই নীলাঞ্জনার জীবনে এসেছে বড় পরিবর্তন। শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক ভেঙেছে যিশুর। যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্য়ে কোনও কথা বলেননি তাঁরা। বরং নীলাঞ্জনা এবং যিশু নিজেদের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা হোক একেবারেই চান না। তবে নীলাঞ্জনার একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি অনেক কিছুই আভাস দেয়। বছর শেষেও অভিনেত্রী তথা প্রযোজকের পোস্টে দেখা গেল কটাক্ষের সুর। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে যিশু অভিনীত ছবি ‘খাদান’। সেই ছবি নিয়ে এখন জোর চর্চা টলিপাড়ায়। দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নায়ক। গত এক মাস ধরে গোটা বাংলা জুড়ে ছবির প্রচার সেরেছেন তাঁরা। যিশু-দেবের অভিনয় নিয়ে প্রশংসা চারিদিকে।