AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোদে-রোদে প্রচার, তবুও ম্লান হল না রচনার গ্ল্যামার, কীভাবে নিজেকে সুন্দর রাখেন?

Rachana Banerjee Secret: অধিকাংশের মনেই তাই একটা প্রশ্ন বারবার জায়গা করে নেয়। তা হল, কীভাবে নিজেকে এতটা সুন্দর করে ধরে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়? কী খান তিনি? কোন ম্যাজিকে নিজের রূপ বজায় রেখেছেন?

রোদে-রোদে প্রচার, তবুও ম্লান হল না রচনার গ্ল্যামার, কীভাবে নিজেকে সুন্দর রাখেন?
| Updated on: Jun 03, 2024 | 1:30 PM
Share

রচনা বন্দ্যোপাধ্যায়, গ্ল্যামার ওয়াল্ড থেকে এবার রাজনীতির ময়দানে। রোদে প্রচার থেকে শুরু করে গরমে ঘআম ঝড়িয়ে নেতাদের চেনা ছবিতেই ধরা দিলেন তিনি। তবুও বিন্দু মাত্র ম্লান হল না তাঁর রূপ। নিজেকে ভেতর থেকে সুস্থ ও সুন্দর রাখতে চান তিনি বরাবর। একাধিকবার তাঁকে বলতে শোনা গিয়েছে, কী মাখছেন, তার থেকে অনেক বেশি জরুরী হল কী খাচ্ছেন, সেটায় নজর দেওয়া। কচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই ডায়েটের বিষয় সচেতন।

বছর গড়িয়ে গেলেও তাঁর বয়স যেন কিছুতেই বাড়তে চায় না। যেমন দেখতে ঠিক তেমনই রয়ে গিয়েছেন বছরের পর বছর। তাঁর লুক থেকে শুরু করে স্টাইল, মুখের হাসি, সবটাই যেন থমকে গিয়েছে। বয়স তাঁর কাছে একটা সংখ্যা। অধিকাংশের মনেই তাই একটা প্রশ্ন বারবার জায়গা করে নেয়। তা হল, কীভাবে নিজেকে এতটা সুন্দর করে ধরে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়? কী খান তিনি? কোন ম্যাজিকে নিজের রূপ বজায় রেখেছেন?

প্রশ্ন করলে কখনও হাসি মুখে উত্তর দেন, কখনও আবার এড়িয়ে যান, তবে জানেনকি এই সেলেব অধিকাংশ সময়ই ডায়েট মেনে চলেন। নিয়মের বাইরে গিয়ে জীবন যাপন করতে দেখা যায় না তাঁকে। ঘুম থেকে উঠে ৩ থেকে ৪ গ্লাস গরম জল পান করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর সিদ্ধ ডিম ও ফল দিয়ে জলখাবার খান রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওটসও খান খনও কখনও। দুপুরে গ্রিন স্যালাড, সিদ্ধ সব্জি থাকে তাঁর মেনুতে।

রচনা সন্ধ্যে থাকতে থাকতে রাতের খাবার খেয়ে নেন। অধিকাংশ সেলেবই তাই করে থাকেন। তিনি রাতে ডাল রুটি খেতেই বেশি পছন্দ করেন।