Hrithik Roshan Movie: রাত পোহাতেই আবারও ট্রেন্ডে হৃত্বিক, দীপিকার সঙ্গে ফাইটার লুকে পর্দায় রাজত্ব কবে
Fighter Release- একের পর এক ছবির মুক্তির দিন সামনে আসছে, সেই তালিকাতে এবার হৃত্বিক-দীপিকা জুটির ছবি ফাইটার নাম লেখালো।
সদ্য বিয়ে ঘিরে ভাইরাল হৃত্বিক রোশন (Hrithik Roshan)। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে না ছন্দে ফিরতে মরিয়া সিনে দুনিয়া। একের পর এক বছর কেবলই অপেক্ষার পালা। মাঝে বেশ কিছুটা ব্যবধান, আয়ের ক্ষেত্রে এক বড় ধাক্কা সামলে আবারও সিনে দুনিয়া ফিরছে চাইছে পুরোনো ফর্মে। আর ঠিক তাই প্রথম থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রতিটা সেলেব। একের পর এক ভালো ছবি পাইপলাইনে। মুক্তির অপেক্ষায় দিনগুণছে একাধিক সুপারস্টারের বিগ বাজেট ছবি। সেই তালিকাতে এবার নাম লেখালো হৃত্বিক রোশনের ফাইটার (Fighter)।
হৃত্বিক রোশন, সুপার ৩০ ছবি দিয়ে কামব্যক করলেই দর্শকদের মনে ঝড় তুলে সকলকে তাক লাগিয়েছিলেন ওয়ার ছবিতে। হৃত্বিকের সেই ফাইটার লুকই কি এবার ফিরিয়ে দিতে চলেছে তাঁর আগামী ছবি ফাইটার! ছবির মুক্তির দিন ঘোষণা সামনে আসতেই ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে হৃত্বিক রোশনের আগামী ছবির খবর। চমক এখানেই শেষ নয়, বরং আরও এক পা এগিয়ে এই ছবিকে মাইলেজ দিলেন দীপিকা পাড়ুকোন। বি-টাউনের সর্বাধিক চাহিদা বর্তমানে এই সেলেবের। পারিশ্রমিকের নিরিখেই হোক বা ভক্তের ভালোবাসায়, দীপিকা বর্তমানে বি-টাউনের হটকেক।
HRITHIK – DEEPIKA: ‘FIGHTER’ TO RELEASE ON 28 SEPT 2023… #Fighter – starring #HrithikRoshan, #DeepikaPadukone and #AnilKapoor – gets a new release date: In *cinemas* 28 Sept 2023… Directed by #SiddharthAnand. #Viacom18Studios OFFICIAL ANNOUNCEMENT… pic.twitter.com/OyYy2lwPUh
— taran adarsh (@taran_adarsh) March 10, 2022
বর্তমানে শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতে জুটি বাঁধছেন তিনি। তারই কাজে ছিলেন ব্যস্ত। এবার পালা ফাইটারের। তবে খুব শীঘ্রই এই জুটির দেখা মিলবে না পর্দায়। অপেক্ষার পালা মোটের ওপর দেড়বছর। কারণ ফাইটার মুক্তি পেতে চলেছে ২৮ সেপ্টেম্বর ২০২৩-তে। ২০২১ সালে এই ছবির খবর প্রথম সামনে আসে। হৃত্বিক রোশনের জন্মদিনের দিন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি খবর সামনে আনা হয়েছিল। সম্ভাব্য মুক্তির দিন স্থির করা হয়েছিল ২৬ জানুয়ারি, ২০২৩, কিন্তু সেই সময় পাঠান মুক্তি পেতে চলেছে। তাই এবার এক ধাক্কায় ছবির মুক্তির দিন বেশ কিছুটা পিছিয়ে গিয়ে দিন স্থির হল ২৮ সেপ্টেম্বরে, ফলে আগামী বছরের অপেক্ষায় সিনে-ভক্তমহল।
আরও পড়ুন- Ananya Pandey On Bollywood: নেপোটিজমের আশীর্বাদ নয়, কয়েক বছরেই হার-জিত চাক্ষুস করেছে অনন্যা
আরও পড়ুন: Shatarup Ghosh: ঘনঘন ফিল্মি পার্টিতে, মোশারফ করিমের সঙ্গে ছবি, শতরূপ কি এ বার টলিউডের ‘হিরো’?
আরও পড়ুন: Parambrata Chattopadhyay: পর্দায় বার বার মহিলাদের সহযোগী হতে আপত্তি নেই পরমব্রতর