Shatarup Ghosh: ঘনঘন ফিল্মি পার্টিতে, মোশারফ করিমের সঙ্গে ছবি, শতরূপ কি এ বার টলিউডের ‘হিরো’?
Shatarup Ghosh: বিগত বেশ কিছু ধরেই বিভিন্ন ছবির প্রিমিয়ারে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি 'আবার বছর কুড়ি পরে' ছবিটির প্রিমিয়ারেও হাজির ছিলেন তিনি। দেখা যাচ্ছে ফিল্মি পার্টিতেও।
নায়ক-নায়িকাদের রাজনীতিতে আসার ইতিহাস খুব একটা অচেনা নয়। গত বছর বিধানসভা নির্বাচনের আগেও মিলেমিশে এক হয়েছিল রাজনীতি-সেলুলয়েড। সম্প্রতি কামারহাটির বিধায়ক মদন মিত্রের বায়োপিক নিয়েও হয়েছে বেশ হইচই। এবার প্রশ্ন বাম নেতা শতরূপ ঘোষও কি আসতে চলেছেন সিনেমার স্ক্রিনে? কেন এই জল্পনা? কারণ শতরূপ নিজেই।
বিগত বেশ কিছু ধরেই বিভিন্ন ছবির প্রিমিয়ারে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি ‘আবার বছর কুড়ি পরে’ ছবিটির প্রিমিয়ারেও হাজির ছিলেন তিনি। দেখা যাচ্ছে ফিল্মি পার্টিতেও। তাঁর ফেসবুক বলছে অভিনেতা মোশারফ করিমের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ হয়েছে তাঁর। নেহাতই সৌজন্য সাক্ষাৎ নাকি চমক দিতে চলেছেন বামনেতা? টিভিনাইন বাংলা প্রশ্ন রেখেছিল শতরূপের কাছে। মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন তাঁর বক্তব্য।
তাঁর কথায়, “কেউ ডাকলে যাই। ভাল ছবি দেখতে পাচ্ছি, তাই যাচ্ছি। আর মোশারফ করিমের সঙ্গে ছবি? খানিক হেসেই শতরূপ যোগ করলেন, “এক সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা হয়েছিল। সেখানেই তুলেছিলাম ছবিটা। আপাতত ছবিতে অভিনয় করার কোনও পরিকল্পনা নেই।” শতরূপের ছবিতে অভিনয় করার কথা না থাকলেও মদন মিত্রর যে বায়োপিক হচ্ছেই তা আগেই ঘোষণা করেছিলেন দুই পরিচালক। রাজা চন্দ ও রাজর্ষি দে দুজনেই জানিয়েছিলেন মদন মিত্রকে নিয়ে ছবি করার কথা ভাবছেন তাঁরা।
মদন মিত্রের চরিত্রে কে থাকবেন তা নিয়েও চলছিল জল্পনা। শোনা যাচ্ছিল, মদন নিজেও নাকি অভিনয় করতে পারেন। সে সব আলোচনার স্তরে। তবে শতরূপের আপাতত সেই পথে হাঁটার কোনও ইচ্ছাই নেই, এমনটাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Parambrata Chattopadhyay: পর্দায় বার বার মহিলাদের সহযোগী হতে আপত্তি নেই পরমব্রতর
আরও পড়ুন: Bengali Serial TRP: এই প্রথম এত কম নম্বর ‘মিঠাই’য়ের, টিআরপি তালিকায় বড় চমক!
আরও পড়ুন: Woman’s Day 2022-Sreelekha Mitra: তোমার বুকটা মিস করি মা: নারী দিবসে মেয়ে শ্রীলেখার খোলা চিঠি