এ বছর জুন মাসে শুরু হতে চলেছে রাকেশ রোশন লেখা ও পরিচালিত, হৃত্বিক রোশন অভিনীত ছবি ‘কৃশ ৪’। প্রোডাকশন টিমের তরফ থেকে এমনটাই খবর পাওয়া গিয়েছে। ‘কৃশ ৪’ ছবির প্রস্তুতি, কাস্টিং যাবতীয় বিষয়ের কাজ শুরু হবে চলতি বছরের জুনেই, এমনটাই দাবি করেছেন সূত্র।
‘কৃশ থ্রি” মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। তারপর থেকে হৃত্বিক ব্যস্ত নানা ছবির কাজ নিয়ে। কিন্তু তাঁর অনুরাগী, বিশেষ করে খুদেরা তাঁকে বড় পর্দায় সুপারহিরো কৃশ রূপে দেখতে চান। এবার তাঁদের আশা পূরণ হতে চলেছে বলেই মনে হচ্ছে। কিছুদিন আগে হৃত্বিক রোশনের কাকা রাজেশ রোশন (যিনি এই সুপারহিরো ছবির সবকটিতে সুর দিয়েছেন)একটি সাক্ষাৎকারে বলেন, “‘কৃশ ৪’-এর সঙ্গীতেও নতুনত্ত্ব থাকবে। মিউজিক আর সাইন্ডের ক্ষেত্রে নতুন টেকনিক ব্যবহার করা হবে”। তিনি আরও জানিয়েছেন, খুব সম্ভবত একটি গানও গাইতে দেখা যাবে হৃত্বিককে। তিনি বলেছিলেন, “ও মাঝেমধ্যেই গান গায়। নতুন ছবিতে ওঁর গলায় একটা গান অবশ্যই থাকবে”। এই সব তথ্যই অনুরাগীদের তরফে যথেষ্ট তাঁদের সুপারহিরোকে পর্দায় দেখার অপেক্ষা করার জন্য।
হৃত্বিক এই মুহুর্তে ব্যস্ত তাঁর দুটি ছবির কাজ নিয়ে। একটি ‘ফাইটার’। যেখানে প্রথমবার তিনি জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। আগামী বছর ২৮ সেপ্টেম্বর ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। ২০১৭ সালে তৈরি তামিল ছবি ‘বিক্রম ভেদা’-র হিন্দি রিমেকেও তাঁকে পাওয়া যাবে। ছবির নাম অপরিবর্তিত থাকছে। আর মাধবন এবং বিজয় সেতুপতি অভিনীত এই ছবির হিন্দি রিমেকে হৃত্বিকের সঙ্গে অভিনয় করবেন সইফ আলি খান, রাধিকা আপ্তে, রোহিত সারফ। এ বছরই এই ছবি দর্শক সিনেমা হলে দেখতে পারবেন।
আরও পড়ুন: Neena Gupta: ‘সচ কহুঁ তো’-তে নীনা গুপ্তা নিজের জীবনের সত্যিকে তুলে ধরেছেন